Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩, ২০২৫ ৭:৩০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিএনপি’র বিভাগীয় রোডমার্চ : যাওয়ার পথে যুব ও ছাত্রলীগের হামলা, আহত ৭ 
Saturday September 23, 2023 , 4:10 pm
Print this E-mail this

অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে-ওসি মো: আফজাল হোসেন

বরিশালে বিএনপি’র বিভাগীয় রোডমার্চ : যাওয়ার পথে যুব ও ছাত্রলীগের হামলা, আহত ৭


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বিএনপি’র বরিশাল বিভাগীয় রোড মার্চে যাওয়ার পথে শনিবার সকালে গৌরনদী উপজেলা বিএনপি ও যুবদল নেতাদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে যুব ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় আহতরা হলেন-জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি কেএম আনোয়ার হোসেন বাদল, পৌর বিএনপি’র সদস্য কামাল হোসেন, যুবদল নেতা আজিজুল ইসলাম ও মামুন হোসেন। আহত সূত্রে জানা গেছে, শনিবার সকালে বরিশাল শহরে বিএনপির রোড মার্চে যাওয়ার পথে গৌরনদী বাসষ্ট্যান্ডে বসে স্থানীয় অর্ধশতাধিক ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় হামলাকারীদের ভয়ে তাদের রক্ষায় কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে উপজেলার মাহিলাড়া বাসষ্ট্যান্ডে বিএনপি নেতা আব্দুল মালেক আকন ও ডিএসবি বাজারে বিএনপি নেতা মহিউদ্দিন হাওলাদারকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। তবে বিএনপি ও যুবদল নেতাদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের কোন সংশ্লিষ্টতা নেই বলে দাবী করেছেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন। এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আফজাল হোসেন জানান, হামলার ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল আবাসিক হোটেল স্বাগতমে অভিযান, ৬০ পিস ইয়াবাসহ আটক ১
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান