Current Bangladesh Time
শুক্রবার ডিসেম্বর ১২, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বাসায় ঢুকে সাংবাদিককে হাতুড়িপেটা করার অভিযোগ 
Tuesday December 9, 2025 , 6:31 pm
Print this E-mail this

অভিযুক্ত নাভিদ আনজুম বিএমপির আমানতগঞ্জ ফাঁড়ির কনস্টেবল

বরিশালে বাসায় ঢুকে সাংবাদিককে হাতুড়িপেটা করার অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাসায় ঢুকে এক সাংবাদিককে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির কনস্টেবল নাভিদ আনজুমের বিরুদ্ধে। সোমবার (ডিসেম্বর ৮) রাতে বরিশাল নগরীর গোড়াচাঁদ দাস রোডের আল জামিয়া মাদরাসা ভবনের দ্বিতীয় তলায় ভুক্তভোগীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত সাংবাদিক ফিরোজ মোস্তফাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এশিয়ান টেলিভিশন বরিশালের ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে অভিযুক্ত নাভিদ আনজুম বরিশাল মেট্রোপলিটন পুলিশের আমানতগঞ্জ ফাঁড়ি কনস্টেবল। হামলার ঘটনার পর কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযুক্ত ওই কনস্টেবলকে হেফাজতে নিয়েছে।

মঙ্গলবার (ডিসেম্বর ৯) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক ফিরোজ মোস্তফা জানান, পরিচয়ের সূত্রধরে প্রায়ই পুলিশ সদস্য নাভিদ তার বরিশাল নগরীর গোড়াচাঁদ দাশ রোডের আল জামিয়া মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলার ভাড়া অফিসে আসতেন।পরবর্তীতে তিনি (ফিরোজ) জানতে পারেন, ওই পুলিশ সদস্য মাদক সেবন ও অনলাইন ক্যাসিনো চক্রের সঙ্গে জড়িত। এরপর থেকে তিনি ওই পুলিশ সদস্যকে এড়িয়ে চলতেন। এতে ক্ষিপ্ত হয়ে নাভিদ তার ই-মেইল আইডি হ্যাক হওয়ার অভিযোগ তোলেন ফিরোজ মোস্তফার ওপর। যা নিয়ে বিভিন্ন সময় নানানভাবে ঝামেলা করে আসছিলেন পুলিশ সদস্য নাভিদ। ফিরোজ অভিযোগ করেন, এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করায় থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাঈদ ও পুলিশ সদস্য নাভিদ আমার ওপর ক্ষুদ্ধ হন। এ নিয়ে সোমবার (ডিসেম্বর ৮) রাতে কনস্টেবল নাভিদ গোড়াচাঁদ দাশ রোডের (ফিরোজ) বাসায় ঢুকে হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত করে। একপর্যায়ে তাকে রুমের মধ্যে রেখে বাহিরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যান কনস্টেবল নাবিদ। পরবর্তীতে নিজেকে বাঁচাতে ফিরোজ ৯৯৯-এ ফোন করে সহযোগিতা চান। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ আহত ফিরোজ মোস্তফাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘জাতীয় হেল্প লাইন ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ওই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইসঙ্গে অভিযুক্ত কনস্টেবলকে পুলিশ হেফাজতে নেয়া হয়।’ ওসি জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তাই হেফাজতে নেয়া পুলিশ সদস্য নাভিদ আনজুমকে আমানতগঞ্জ ফাঁড়ির ইনচার্জের জিম্মায় দেয়া হয়েছে। তবে সুস্থ হয়ে হামলার ঘটনায় মামলা দায়ের করার কথা জানিয়েছেন আহত সাংবাদিক ফিরোজ মোস্তফা।




Archives
Image
রাজধানীর শ্যামবাজারের ব্যবসায়ী হত্যায় অস্ত্রসহ গ্রেফতার নয়ন
Image
রিকশায় ছিলেন ওসমান হাদী, মোটরসাইকেল থেকে গুলি চালায় দু’জন
Image
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশুটি মারা গেছে
Image
বরিশালে সাংবাদিককে হাতুড়ি পেটায় পুলিশ সদস্যকে প্রত্যাহার
Image
বরিশালে কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেল এনজিও কর্মী