Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ৪:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বাসচাপায় নারীসহ দু’জন নিহত 
Sunday August 28, 2022 , 1:48 pm
Print this E-mail this

বাসের চালক ও হেলপার পলাতক, বাসটি জব্দ

বরিশালে বাসচাপায় নারীসহ দু’জন নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসচাপায় ভ্যানের যাত্রী এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। এতে এক শিশুসহ ভ্যানের আরও তিন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই বরিশাল-ঢাকা মহাসড়কের ওই অংশে অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পৌনে একঘণ্টা পর উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। রোববার (আগস্ট ২৮) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বাবুগঞ্জ উপজেলার মানিককাঠী এলাকার জলিল হাওলাদারের স্ত্রী শামীমা আক্তার পলি (৩৮) ও একই এলাকার মো: ফজলুল হক। এছাড়া বাস চাপায় ভ্যানচালক মো: জয়নাল (৪৫) এবং নিহত শামীমার মেয়ে রাফিয়া (১২) এবং অজ্ঞাত এক নারী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই ভ্যানের যাত্রী ছিলেন।

নিহত শামীমার প্রতিবেশী বেল্লাল হাওলাদার জানান, মানিককাঠী থেকে ভ্যানে করে রহমতপুর বাজারের দিকে যাচ্ছিলেন শামীমা ও তার মেয়ে রাফিয়া। ওই ভ্যানে আরও দুই যাত্রী ছিলেন। ভ্যান চালাচ্ছিলেন মো: জয়নাল। রহমতপুর ব্রিজ এলাকায় পৌঁছালে ভ্যানটিকে পেছন থেকে দ্রুতগামী ওই বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শামীমা ও ফজলুল হক নিহত হন। আহত শামীমার মেয়ে রাফিয়াসহ তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, বাসটি কুয়াকাটা থেকে ঢাকা যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বাবুগঞ্জের রহমতপুর ব্রিজ এলাকা অতিক্রমকালে ভ্যানটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। ওসি কমলেশ চন্দ্র হালদার আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয় জনতা সড়কে বিক্ষোভ করে। এ কারণে যানবাহন চলাচল কিছু সময় বন্ধ ছিল। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু