Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বাসচাপায় মোটরসাইকেল চালকের পর আরোহীর মৃত্যু 
Sunday September 22, 2024 , 6:37 pm
Print this E-mail this

দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ, আইনগত ব্যবস্থা নেওয়া হবে

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল চালকের পর আরোহীর মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া গতির বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যুর কয়েক ঘণ্টার মাথায় আহত আরোহীরও মৃত্যু হয়েছে। রোববার (সেপ্টেম্বর ২২) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ। এরআগে শনিবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মোটরসাইকেল চালক ও গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরী মহল্লার জামাল মাঝির ছেলে লাভলু মাঝি (৩৫) এবং মোটরসাইকেল আরোহী ও উপজেলার রাজাপুর নন্দনপট্টি গ্রামের সফি মৃধার ছেলে সেন্টু মৃধা (৪০)। স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বেপরোয়া গতির বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী বাসের নিচে চাপা পড়েন। খবর পেয়ে গুরুতর অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, আহতদের মধ্যে মোটরসাইকেল চালক লাভলু মাঝিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত সেন্টু মৃধাকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে সেন্টু মৃধা মারা যান। ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
বরিশালে ধর্ষণের পর হত্যার ঘটনায় দু’জনের ফাঁসি
Image
হাফপ্যান্ট পরায় ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে সূর্য সেন হলের ভিপির সতর্কবার্তা
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম