Current Bangladesh Time
শনিবার ডিসেম্বর ১৩, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বসতঘর থেকে মায়ের লাশ উদ্ধার, অচেতন ছেলে-পূত্রবধূ 
Friday December 12, 2025 , 10:29 pm
Print this E-mail this

নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ

বরিশালে বসতঘর থেকে মায়ের লাশ উদ্ধার, অচেতন ছেলে-পূত্রবধূ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জে বসতঘর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার ছেলে ও ছেলের স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (ডিসেম্বর ১২) উপজেলার কবাই ইউনিয়নের লক্ষীপাশা এলাকার মোল্লার বাজারের নিকটবর্তী একটি বাড়িতে দুপুর দেড়টার দিকে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অচেতন অবস্থায় দু’জনসহ এক বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ সহ অচেতন ব্যক্তিদের উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কবাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লার বাজার সংলগ্ন ওই ঘরে বসবাস করেন প্রশান্ত কুমার ওরফে মরন সাহা ও তার ৯০ বছর বয়সী মা অঞ্জলি সাহা এবং স্ত্রী সন্ধ্যা রানী। প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। দুপুর পর্যন্ত তাদের কাউকে বাইরে দেখা না যাওয়ায় এবং ঘরের দরজা-জানালা বন্ধ অবস্থায় দেখে স্থানীয়রা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে এক পর্যায়ে তারা দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের মেঝেতে তিনজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার মধ্যে অঞ্জলি সাহাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় ঘরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রশান্ত সাহাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং সন্ধ্যা রানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকেরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা বলেন, উপজেলার কবাই ইউনিয়নের মোল্লার বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে স্বামী–স্ত্রীকে অচেতন অবস্থায় এবং এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। কি কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অধিকতর তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে। নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




Archives
Image
বরিশালে সুবিধা বঞ্চিত মান্তা শিশুদের পাশে বসুন্ধরা শুভসংঘ
Image
বরিশালে ৪ দিন পর কিস্তির টাকার জন্য নেওয়া সেই হাঁস ফেরত
Image
বরিশাল চরকাউয়া খেয়াঘাট ইজারা দেয়ার চক্রান্ত প্রতিহত করবে পূর্বাঞ্চলবাসী : রহমাতুল্লাহ
Image
বরিশালে বসতঘর থেকে মায়ের লাশ উদ্ধার, অচেতন ছেলে-পূত্রবধূ
Image
রাজধানীর শ্যামবাজারের ব্যবসায়ী হত্যায় অস্ত্রসহ গ্রেফতার নয়ন