Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, কনসার্ট 
Saturday November 25, 2017 , 5:25 pm
Print this E-mail this

সর্বস্তরের মানুষ শোভাযাত্রায় অংশগ্রহন করায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়

বরিশালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, কনসার্ট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামান্যের স্বীকৃতি পাওয়ায় বরিশালে বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।এছাড়াও দিনভর নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন।আনন্দ শোভাযাত্রাসহ দিনভর কর্মসূচিতে সরকারী কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি,উন্নয়ন কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করায় বরিশালে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।স্বীকৃতি উদযাপন উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নির্মিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।এ সময় মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক তার পিস্তল দিয়ে ৭ রাউন্ড ফাঁকা গুলি করে উৎসবের সূচনা করেন।পরে বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান,রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম,মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন এবং জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু উদ্যানে বেলুন-ফেস্টুন উড়িয়ে বিশাল বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রার উদ্ধোধন করে।সেখান থেকে বের হওয়া বিশাল শোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়।র‌্যালিতে অংশগ্রহনকারীরা বলেছেন,বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিলো মুক্তিযুদ্ধের প্রেরণা।এই ভাষন বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় ধন্য মনে করছেন তারা।শোভাযাত্রা শেষে জিলা স্কুল মাঠে নির্মিত মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত অতিথি ও অংশগ্রহনকারীদের ধন্যবাদ জানান জেলা প্রশাসক।সমাবেশের শেষ পর্যায়ে সবাই নিরবে দাঁড়িয়ে ৭ মার্চের ভাষণ শ্রবন করেন।দিনভর কর্মসূচিতে প্রত্যাশার চেয়েও বেশী সাড়া পাওয়ায় অভিভূত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বিকেলে বঙ্গবন্ধু উদ্যানের আনন্দ কনসার্টে অংশগ্রহনের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।




Archives
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল আবাসিক হোটেল স্বাগতমে অভিযান, ৬০ পিস ইয়াবাসহ আটক ১
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান