Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ৮, ২০২৫ ৭:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্টের উদ্বোধন 
Thursday January 23, 2020 , 7:00 pm
Print this E-mail this

বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্টের উদ্বোধন


শামীম আহমেদ : বরিশাল শহীদ আঃ রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল জেলা পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল ২০১৯ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকাল ৯ টায় বরিশাল জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন বরিশাল জেলা ক্রিড়া সংস্থার সভাপতি বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আঃ লতিফ মজুমদারের সভাপতিত্বে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, নগরীর সাগরদী পিটিআই সুপারিনডেন্ট দীনা ইয়ামিন, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরীসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারী। টুর্ণামেন্টে বরিশাল জেলার ১০ উপজেলার টিম ও তাদের প্রতিনিধিরা এসময় মাঠে উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথিসহ বিভিন্ন অতিথিরা জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলান-ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়। এসময় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও ক্ষঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা প্রাথমিক গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ খেলা একই সময়ে ভিন্ন দুটি মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় জেলার বাবুগঞ্জ বনাম মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা খেলা অনুষ্ঠিত হয়। ২৩ থেকে ২৫ তারিখ পর্যন্ত ৬টি গ্রুপে ৩দিন এ খেলা অনুষ্ঠিত হবে। আগামী ২৫ই জানুয়ারী ফাইনাল খেলার মাধ্যমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়ের খেলা শেষ হবে।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা