Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি মামলায় মাদ্রাসার অফিস সহকারী খালাস 
Sunday December 1, 2024 , 11:10 pm
Print this E-mail this

তথ্য প্রযুক্তি আইনে কাজী হারুন অর রশিদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

বরিশালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি মামলায় মাদ্রাসার অফিস সহকারী খালাস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্যে করে কটূক্তির মামলার ১০ বছর পর আসামি মাদ্রাসার অফিস সহকারীকে খালাস দিয়েছে আদালত। রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক তাকে খালাস দেন বলে বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানিয়েছেন। খালাস পাওয়া কাজী হারুন অর রশিদ সিরু পিরোজপুরের কাউখালী উপজেলার আইরন সপ্তগ্রাম সম্মিলনী ইসলামীয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী। মামলার বরাতে বেঞ্চ সহকারী নাজমুল জানান, ২০১৫ সালের জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ওই মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অফিস সহকারী কাজী হারুন অর রশিদ সিরু অংশ নেয়নি। তার মোবাইল ফোন নম্বরে কল করা হলে সে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে। এ ঘটনায় ২০১৫ সালের ১৯ সেপ্টেম্বর মাদ্রাসার সহকারী মো: রিয়াজউদ্দিন বাদী হয়ে কাউখালী থানায় মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা কাউখালী থানার এসআই মনিরুজ্জামান মুনির তথ্য প্রযুক্তি আইনে কাজী হারুন অর রশিদকে অভিযুক্ত করে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট জমা দেয়। বিচারক ১১ জনের স্বাক্ষ্য নিয়ে আসামিকে খালাস দিয়েছেন।




Archives
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম
Image
শহীদ মিনারে লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা
Image
যাবজ্জীবন বন্দিদের সাজা কমিয়ে মুক্তি দিতে চায় সরকার