Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২৯, ২০২৫ ৩:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে প্রায় দেড় কোটি টাকার নকল সিগারেট জব্দ 
Monday October 27, 2025 , 1:37 am
Print this E-mail this

অভিযানকালে নকল ব্যান্ডরোল যুক্ত ৫০ কার্টুন সিগারেট জব্দ

বরিশালে প্রায় দেড় কোটি টাকার নকল সিগারেট জব্দ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের কাশিপুর মুখার্জী বাড়ি পুল সংলগ্ন খান মঞ্জিল ভবনের একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দেয়া নকল ব্যান্ডরোল যুক্ত সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-৩ বরিশালের কর্মকর্তার এক অভিযান পরিচালনা করেন। রবিবার (অক্টোবর ২৬) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম খান বলেন, ঐদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সূত্রমতে, রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র কিছু ডিলার নিয়োগ দিয়ে দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্নস্থানে নকল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ, কমদামি সিগারেট মজুত করে বিক্রি করে আসছিল। যা গোপনে বিভিন্ন জেলা ও উপজেলার দোকানগুলোতে বিক্রি করা হয়। অভিযানকালে নকল ব্যান্ডরোল যুক্ত প্রায় ৫০ কার্টুন সিগারেট জব্দ করা হয়। প্রতি কার্টুনে রয়েছে ১০ হাজার পিস সিগারেট। জব্দকৃত অবৈধ সিগারেটের বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। রাজস্ব কর্মকর্তা সাজ্জাদ আলম জানিয়েছেন, কাস্টমস বিধি অনুযায়ী এসব পণ্য আটক দেখিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে আসার আগেই গোডাউনে লোকজন পালিয়ে যায়। খান মঞ্জিলের মালিক নূরুজ্জামান বলেন, তার ছেলে সোলায়মান দুই বছরের চুক্তিতে চলতি বছরের জুন মাসে তাদের বসতঘরের সামনের ভবনটি প্রতি মাসে আট হাজার টাকায় ভাড়া দেয়। ভাড়াটিয়ারা পিকআপে কার্টুন ভর্তি মালামাল আনা নেয়া করে। এর বেশি কিছুই আমি জানিনা। গোডাউন ম্যানেজার কায়সার আহমেদ বলেন, আমি বেতনভুক্ত কর্মচারী। কাস্টমস কর্মকর্তা আর কোম্পানীর প্রতিনিধিরা ভাল বলতে পারবেন সিগারেট আসল না নকল।




Archives
Image
বরিশালে প্রায় দেড় কোটি টাকার নকল সিগারেট জব্দ
Image
বরিশালে গৃহবধূকে ধর্ষণের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
Image
ঢাকা-বরিশাল নৌরুটে চালু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার
Image
রাজধানীর মিরপুরে বহুতল ভবনে আগুন
Image
বরিশাল মহানগর বিএনপির বিবাদ মেটাতে গুলশানে সমঝোতা বৈঠক