Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১১, ২০২৫ ৩:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়েছে আটক ২ যুবক 
Wednesday May 21, 2025 , 7:21 pm
Print this E-mail this

আটক ও পলাতকরা ভাটিখানার বাসিন্দা, তাদের ধরতে অভিযান চলছে

বরিশালে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়েছে আটক ২ যুবক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে ইয়াবা সেবনকালে মাদকের আসর থেকে আটক ৪ জনের দুই যুবক মিরাজ (২২) ও রাসেল (২০) হাতকড়াসহ পালিয়েছে। বুধবার (মে ২১) দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর ভাটিখানার সাহাপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান। পলাতকদের একটি হাতকড়ার দুই প্রান্তে দু’জনের হাত আটকে রেখেছিল পুলিশ। আটক হওয়া অন্য দুই ব্যক্তি হলেন, মামুন ও আল-আমিন। আটক ও পলাতকরা ভাটিখানার বাসিন্দা। ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, ইয়াবা বিক্রি ও সেবন চলছে এমন খবরে কাউনিয়া থানার এসআই মামুনের নেতৃত্বে একটি দল সাহাপাড়ায় অভিযান চালায়। এসময় চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মিরাজ ও রাসেলকে একটি হাতকড়ায় আটকে রাখে পুলিশ। এরপর সুযোগ বুঝে পার্শ্ববর্তী ঘরবাড়ির ফাঁকা জায়গা দিয়ে তারা পালিয়ে যায়। নগর পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, যারা পালিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান চলছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেফতারের পর বিস্তারিত জানানো হবে।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী