|
বরিশালে পুনরায় জামিন পেলেন কবি হেনরী স্বপন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় কবি হেনরী স্বপনের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। এক আবেদনের প্রেক্ষিতে আগামী ২২ আগস্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন বিচারক। রোববার ৩০ জুন মামলার প্রথম হাজিরার তারিখে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক আনিসুর রহমান তা মঞ্জুর করেন। আদালতে কবি হেনরী স্বপনের পক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু, জ্যেষ্ঠ আইনজীবী এসএম ইকবাল, এ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, এ্যাডভোকেট বিশ্ননাথ দাস মুন্সি, এ্যাডভোকেট হিরন কুমার দাস, এ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাস, এ্যাডভোকেট শুভাষিস ঘোষ বাপ্পি, এ্যাডভোকেট রুদ্রাক্ষ রায়হান জামিন শুনানিতে অংশ নেন। এর আগে গত ১৪ মে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কবি হেনরী স্বপনকে গ্রেফতার করে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে বরিশাল ক্যাথলিক চার্চের ফাদার লরেন্স লাকাবালিয়ের গোমেজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮১ ২৯ ও ৩১ ধারায় কবি হেনরী স্বপনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে কবি হেনরী স্বপনকে গ্রেপ্তারে বরিশাল সহ সারাদেশে সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সহ সকল মহলে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এর প্রেক্ষিতে গত ১৫ মে বাদী-বিবাদী পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে বিচারক ৩০ জুন ধার্য তারিখ পর্যন্ত কবি হেনরী স্বপনের জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ১১ মে রাতে কয়েকজন ব্যক্তি নগরীর নবগ্রাম রোডের খ্রিষ্টান কলোনির বাসিন্দা কবি হেনরী স্বপনের বাসায় গিয়ে তাকে বরিশাল ত্যাগ ও প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় তিনি নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ১৫ মে রাতে কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন, যার নম্বর জিডি নং-৭১৪। এর আগে ২০১৫ সালেও কবি হেনরী স্বপনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেয়া হয়েছিলো। ওই ঘটনায় তিনি বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছিলেন। ২০১৫ সালের ১১ আগস্ট দায়েরকৃত জিডি নম্বর ৬২৬।
Post Views: ০
|
|