মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অদৃশ্য ক্ষমতাবলে প্লানবহির্ভূতভাবে বরিশাল নগরীতে পুকুর ভরাট করে মার্কেট নির্মাণ কাজ করার অভিযোগ পাওয়া গেছে। বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি’র) নগরীর ২৯নং ওয়ার্ডের কাশিপুর এলাকার বিভাগীয় কমিশনারের অফিস সংলগ্ন লাদেন সড়কের মাঝি বাড়ির পুকুর ভরাট করে ইমারত আইন লঙ্ঘন করে রাজস্ব ফাঁকি দিয়ে মার্কেট নির্মাণের কাজ করে চলছে মৃত নূর হোসের মাঝির তিন পুত্ররা। তাদের পারিবারিক সূত্রের প্রাপ্ত তথ্য মতে, জমিজমা তাদের মাঝে বিধি মোতাবেক বন্টন না করেই পেশি শক্তির প্রভাব খাটিয়ে স্থানীয় বাসিন্দা মৃত নুর হোসেন মাঝির তিন ছেলে নজরুল মাঝি (৬৫), মাহাবুব মাজি (৫৫), বাচ্চু মাঝি-তিন ভাইয়েরা মিলে কতিপয় ভারাটে সন্ত্রাসীদের নিয়ে প্রকাশ্যেই কাশিপুর এলাকার মাঝি বাড়ী সড়ক সংলগ্ন পুকুর ভরাট করে তা রাতারাতি মার্কেট নির্মাণের পায়তারায় প্লানবহির্ভূতভাবেই নির্মান কাজ করছে তারা। এবিষয়ে এয়ারপোর্ট থানা পুলিশকে জমি দখলের বিষয় এবং প্লানবহির্ভূত মাকেট নির্মাণের অভিযোগ করে অবহিত করা হয়েছে বলেও জানা গেছে। বিষয়টি বিসিসিতেও অবহিত করা হলে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বরত সড়ক পরিদর্শক সরেজমিনে গিয়ে সত্যতা পেয়েও অদৃশ্য কারনে নিজেকে গুটিয়ে নিয়ে চলে এসেছে বলেও অভিযোগ উঠেছে। এদিকে ইমারত নির্মাণ আইন অনুযায়ী কোন ধরনের ইমারত নির্মান অবকাঠামো নির্মাণের জন্য সরকারি যে বিধি রয়েছে তা উপেক্ষা করেই মার্কেট নির্মাণ কাজ চলমান এবং বিসিসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা পালন করাতে ভূক্তভোগী পরিবার আইনি সহায়তা পেতে আদালতের দারস্থ হবে বলেও জানা গেছে।