Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নৌ-পুলিশের ওপর জেলেদের হামলা, গ্রেফতার ৮ 
Sunday March 12, 2023 , 3:18 pm
Print this E-mail this

নৌ-পুলিশের এসআই মো: নাসিরউদ্দিন বাদী হয়ে মামলা করেছেন

বরিশালে নৌ-পুলিশের ওপর জেলেদের হামলা, গ্রেফতার ৮


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মেঘনা নদীতে বরিশালের হিজলা উপজেলার নৌ-পুলিশের ওপরে হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ১৬ জন। এ ঘটনায় অর্ধশত জেলেকে আসামি করে মামলা হয়েছে। এরআগে অভিযান চালিয়ে মামলার আসামি ৮ জেলেকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার (মার্চ ১০) সন্ধ্যায় মেঘনা নদীর অভয়াশ্রমে ৭ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বিকাশ চন্দ্রসহ অন্তত ১৫-১৬ জন আহত হয়। শনিবার (মার্চ ১১) সন্ধ্যায় হিজলা থানায় মামলা করেছেন নৌ-পুলিশ কর্মকর্তা। গ্রেফতার জেলেরা হলেন-হিজলা উপজেলার চর মেমানিয়া গ্রামের মৃত জাবেদ আলী মাঝির ছেলে আ: রাজ্জাক মাঝি (৫৮), একই এলাকার আমির হোসেন দর্জির ছেলে বশির হোসেন দর্জি (১৯), চর কুশরিয়ার জাকির রাঢ়ির ছেলে ইসমাইল রাঢ়ি (১৯) একই এলাকার ইইসুফ সর্দারের ছেলে সাব্বির হোসেন (১৯), গঙ্গাপুরের রাজ্জাক সরদারের ছেলে রাকিব সর্দার (১৯) একই এলাকার আ: রাজ্জাক চৌকিদারের ছেলে পারভেজ চৌকিদার (৫০), হিজলার চরজানপুর এলাকার আ: মন্নান মাতবরের ছেলে শাহীন মাতবর (২১) ও গোসাইরহাটের নান্নু মুন্সীকান্দি এলাকার আজারুল ঢালীর ছেলে রুবেল ঢালী (২৮)। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইউনুস মিঞা জানান, নৌ-পুলিশের এসআই মো: নাসিরউদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় বেআইনিভাবে সরকারি কাজে বাঁধা দেওয়া ও  হত্যার উদ্দেশ্যে এলোপাতারিভাবে মারধর করে গুরুতর এবং সাধারণ জখমের অভিযোগ আনা হয়েছে। মামলায় নামধারী ২৭ জন অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।




Archives
Image
বরিশালে অনলাইন জুয়াড়িদের দলনেতা গ্রেপ্তার!
Image
বরিশাল নগরীর নির্মাণাধীন ভবনের চাঁদাবাজি ঠেকাতে মাঠে পুলিশ
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি