Current Bangladesh Time
বৃহস্পতিবার এপ্রিল ২৫, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নিখোঁজের চারদিন পর নদী থেকে নারীর লাশ উদ্ধার 
Monday November 8, 2021 , 6:33 pm
Print this E-mail this

পুলিশের কাছে স্ত্রীকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়ার কথা স্বীকার করে বাশার

বরিশালে নিখোঁজের চারদিন পর নদী থেকে নারীর লাশ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নিখোঁজের ৪ দিন পর বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদী থেকে পপি আক্তার (২৫) নামে বেদে সমপ্রদায়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত পপির স্বামী আবুল বাশারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে পপির লাশ উদ্ধার করে পুলিশ। তবে তাঁর কোলের সাড়ে ৪ বছর বয়সের ছেলে সন্তান তুহিনের এখন পর্যন্ত কোন সন্ধান মেলেনি। শিশু তুহিনকেও হত্যা করা হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নিহত পপি আক্তার বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামারচর ক্ষুদ্রকাঠী গ্রামের ফজলু সরদারের মেয়ে। গ্রেফতারকৃত আবুল বাশার ভোলার মো: আনসারের ছেলে। পপিসহ আবুল বাশারের তিন স্ত্রী। পপি ও বাশার দম্পত্তি বেদে বহরের সদস্য বলে জানিয়েছে পুলিশ। বেদে বহরের সদস্যরা জানিয়েছেন, বাশার তার স্ত্রী পপিকে নৌকার বহর ছেড়ে চলে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছিলো। পপি নৌকা ছেড়ে না যাওয়ায় প্রতিদিন বাশারের সাথে ঝগড়া লেগেই থাকতো। এনিয়ে একাধিকবার শালিস বৈঠক হলেও কোন সমাধান হয়নি। আর এই কারণে পপিকে হত্যা করা হতে পারে বলে তারা আশংকা করছেন। মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, পপি আক্তারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর ভাই চুন্নু সরদার বাদী হয়ে বাশারকে প্রধান এবং অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে সোমবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বাশারকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ওসি আরও জানান, নিহত পপি আক্তার নিখোঁজ হয়েছে মর্মে গত ৪ নভেম্বর তার স্বামী বাশার মুলাদী থানায় একটি সাধারণ ডায়রি করেন। ওই সময় বেদে স¤প্রদায়ের নৌকা বহর ছিল জয়ন্তী নদীর রামচর এলাকায়। জিডির তদন্তে গেলে বাশার অসংলগ্ন কথা বলে। তার শারীরক ভাষাও ছিলো সন্দেহজনক। যার কারণে গত রোববার রাতে বাশারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে সে পুলিশের কাছে স্ত্রীকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়ার কথা স্বীকার করে। স্বীকারোক্তি অনুযায়ী রবিবার রাতে জয়ন্তী নদীর নাতিরচর এলাকা থেকে পপি আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ৪ দিন লাশ পানিতে থাকায় ফুলে গেছে। তাকে শ্বাস রোধ করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া হয় বলে সন্দেহ পুলিশের।

facebook sharing button




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ