Current Bangladesh Time
মঙ্গলবার এপ্রিল ২৩, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দুর্গা সাগরে বড়শিতে ধরা পরলো ৩০ কেজি ওজনের কাতল 
Monday September 12, 2022 , 7:54 pm
Print this E-mail this

য় আড়াই ঘন্টা চেস্টার পরে মাছটি ডাঙ্গায় তুলতে সমর্থ এই সৌখিন মৎস্য শিকারী

বরিশালে দুর্গা সাগরে বড়শিতে ধরা পরলো ৩০ কেজি ওজনের কাতল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার বাবুগঞ্জের এতিহ্যবাহী দুর্গা সাগর দিঘি থেকে ৩০ কেজি ওজনের একটি কাতল মাছ বড়শি দিয়ে শিকার করেছে সৌখিন মৎস্য শিকারী। রবিবার রাতে মাছটি শিকার করা হয় বলে সৌখিন মৎস্য শিকারী মো: কামরুজ্জামান লিখন জানিয়েছেন। বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ডের ইছাকাঠি সড়ক এলাকার বাসিন্দা লিখন জানান, ৫ হাজার টাকার টিকিট মুল্যে গত বৃহস্পতিবার থেকে দিঘিতে চারটি ছিপের বড়শি দিয়ে মাছ শিকার শুরু করেন। এরই ধারাবাহিকতায় গতকাল রাত ৯টার সময় বড়শিতে মাছটি বাধলে রাত ১১টার দিকে বিশাল সাইজের কাতল মাছটি বড়শিতে ধরা পড়ে। প্রায় আড়াই ঘন্টা চেস্টার পরে মাছটি ডাঙ্গায় তুলতে সমর্থ এই সৌখিন মৎস্য শিকারী। লিখন আরো জানান, মাছটি এক নজর দেখতে উৎসুক জনতার ভীর হয়ে যায়। এছাড়াও তাদের বড়শিতে আরও কয়েকটি বড় সাইজের ব্রিগেট মাছ ধরা পরে। তিনি বলেন, বরিশাল জেলা প্রশাসনের মালিকনাধীন দিঘিতে টিকিটের বিনিময়ে যে কেউ মৎস্য শিকার করতে পারে। দিঘি এলাকায় অফিস থেকে ৫ হাজার টাকার মুল্যে টিকিট সংগ্রহ করে মাছ শিকার করা যায় বলে জানিয়েছেন তিনি।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ