Current Bangladesh Time
শনিবার জুলাই ৫, ২০২৫ ৬:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ত্রিমুখী উত্তেজনা : তারুণ্যের বিপরীতে পালটা শান্তি সমাবেশ যুবলীগের 
Saturday June 24, 2023 , 12:29 pm
Print this E-mail this

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ডাকে বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের সমাবেশ

বরিশালে ত্রিমুখী উত্তেজনা : তারুণ্যের বিপরীতে পালটা শান্তি সমাবেশ যুবলীগের


আকতার ফারুক শাহিন, অতিথি প্রতিবেদক : বরিশালে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের ডাকা তারুণ্যের সমাবেশের দিন পালটাপালটি শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে জেলা ও মহানগর যুবলীগ। বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহর জেলা যুবলীগের সমাবেশে থাকার কথা রয়েছে। আর মহানগর নতুন মেয়র খোকন সেরনিয়াবাতকে তাদের সমাবেশে রাখতে চাইছে। দুপক্ষের এ পালটাপালটি কর্মসূচি নিয়ে সৃষ্টি হয়েছে উত্তেজনা। দুপক্ষকে এক করে অভিন্ন সমাবেশের চেষ্টা চলছে বলে জানিয়েছেন যুবলীগ নেতারা। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ডাকে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের সমাবেশ। এই ধারাবাহিকতায় আজ বিকালে নগরের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস্ পার্ক) সমাবেশের আয়োজন করেছে ৩ সংগঠন। গত প্রায় ১ মাস ধরে চলছে সমাবেশ সফলের নানা প্রস্তুতি। আয়োজকরা বলছেন, ২ লাখের বেশি নতুন ভোটার এ সমাবেশে যোগ দেবেন। সবকিছু যখন প্রায় চূড়ান্ত ঠিক সেই মুহূর্তে একই দিনে জেলা যুবলীগের শান্তি সমাবেশের ঘোষণা এসেছে। টানা প্রায় আড়াই মাস পর বৃহস্পতিবার বরিশালে আসা সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ এই ঘোষণা দিয়েছেন। সাদিকের সঙ্গে আসা যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশও নেতাকর্মীদের শান্তি সমাবেশ করতে বলেন। শান্তি সমাবেশ করার ঘোষণা এসেছে মহানগর যুবলীগের পক্ষ থেকেও। দুপক্ষের এই পৃথক কর্মসূচির ঘোষণায় দেখা দিয়েছে উত্তেজনা। কারণ মহানগর যুবলীগের নেতৃস্থানীয়রা নতুন মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী। অপরদিকে জেলা যুবলীগ অনুগত মেয়র সাদিক আব্দুল্লাহর প্রতি। ঘোষণা দিলেও অবশ্য দুপক্ষ শুক্রবার বিকাল পর্যন্ত কোথায় হবে তাদের সমাবেশ সেটা নিশ্চিত করতে পারেনি। তাছাড়া বিবদমান দুপক্ষকে এক করার চেষ্টা চলছে বলে আভাস মিলেছে যুবলীগের ভেতর থেকে। মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর শাহিন সিকদার বলেন, তারুণ্যের সমাবেশের নামে বিএনপি যাতে নগরে কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেজন্যে আমরা শান্তি সমাবেশ করব। সদর রোডসংলগ্ন কেন্দ্রীয় শহিদ মিনারে আমাদের এ সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। জেলা যুবলীগের শান্তি সমাবেশ সম্পর্কে শাহিন সিকদার বলেন, পরিষ্কারভাবে কিছু জানি না। তবে আমাদের সমাবেশে প্রধান অতিথি হিসাবে থাকার কথা রয়েছে নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাতের। রাতে প্রস্তুতি বৈঠকে আমরা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন বলেন, আমাদের নেতা সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ফজলে শামস পরশের উপস্থিতিতে যে সিদ্ধান্ত হয়েছে সে অনুযায়ী নগর ভবনের সামনে শান্তি সমাবেশের কথা রয়েছে। সমাবেশে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতা ছাড়াও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ উপস্থিত থাকবেন। মহানগর যুবলীগের আলাদা কর্মসূচির প্রশ্নে তিনি বলেন, এত বছর ধরে তো আমরা জেলা ও মহানগর একসঙ্গেই দলীয় সব কর্মসূচি পালন করেছি। হঠাৎ করে এখন তারা কেন আলাদাভাবে কর্মসূচি করতে চাইছে সেটা তারাই ভালো বলতে পারবে। তবে ঐক্যবদ্ধ কর্মসূচি করতে নিজেদের মধ্যে আলোচনা চলছে। এদিকে তারুণ্যের সমাবেশের দিনে হঠাৎ যুবলীগের দুপক্ষের শান্তি সমাবেশের ঘোষণাকে শান্তি বিনষ্টের চক্রান্ত হিসাবে দেখছেন স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট এএইচএম তসলিম বলেন, সমাবেশে আমরা ২ লাখ তরুণের সমাগম ঘটানোর টার্গেট নিয়েছি। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবরকম বাধা সামাল দিয়ে সমাবেশ যখন সফলের দ্বারপ্রান্তে তখন এ ধরনের কর্মসূচি উসকানি ছাড়া আর কিছুই নয়। শহিদ মিনার ও নগর ভবন সমাবেশস্থল থেকে সামান্য দূরে। একই সময়ে ৩টি সমাবেশ চলা মানে বিস্ফোরন্মুখ পরিস্থিতি সৃষ্টি করা। নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু বলেন, পুরো বিভাগ থেকে নেতাকর্মীরা আসবে। সেখানে এমন আয়োজন গায়ে পড়ে ঝগড়া করার মতো। আমি আহ্বান জানাব যাতে তারা একদিন পরে তাদের কর্মসূচি করেন। এদিকে শুক্রবার সকালে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারুণের সমাবেশের প্রস্তুতি পর্বে প্রচারকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ করেছে আয়োজকরা। সংবাদ সম্মেলনে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, হিজলায় তারুণ্যের সমাবেশের প্রচার লিফলেট বিতরণকালে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। এতে আহত বেশ কয়েকজন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আরও কয়েকটি জায়গা থেকে প্রচারণায় বাধা দেওয়ার খবর এসেছে। তবে যত বাধা আসুক আমরা আমাদের সমাবেশ সফল করব ইনশাআল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সহসাধারণ সম্পাদক জেডআই কামাল, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি নূরুল ইসলাম নয়ন ও জাকির হোসেন নান্নু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অন্যান্য নেতারা।

সূত্র : যুগান্তর




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা