|
পাঁচটি ইটভাটার কিলন ও চিমনি ভেঙ্গে ফেলে কাঁচা ইট ধ্বংস
বরিশালে তিন ইটভাটাকে সাড়ে আট লাখ টাকা জরিমানা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বানারীপাড়ায় ড্রাম চিমনি বিশিষ্ট তিনটি ইটভাটা থেকে সাড়ে আট লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও পাঁচটি ইটভাটার কিলন ও চিমনি ভেঙ্গে ফেলে কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (জানুয়ারি ৬) বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ছিলেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাভলী ইয়াসমিন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলামসহ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সহায়তা করেছে।

জরিমানার আদেশ দেওয়া ইটভাটা তিনটি হলো-বানারীপাড়া উপজেলার মসজিদ বাড়ী এলাকার মেসার্স বাবা ব্রিকস, একই এলাকার মেসার্স সাবা ব্রিকস ও মেসার্স তালুকদার ব্রিকস। পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, মেসার্স বাবা ব্রিকস ও মেসার্স সাবা ব্রিকসকে তিন লাখ টাকা করে জরিমানা করে কিলন ও চিমনি ভেঙ্গে ফেলা হয়েছে। আগুন নিভিয়ে দুই ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এছাড়া মেসার্স তালুকদার ব্রিকসকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স আশা ব্রিকস ও মেসার্স রুপা ব্রিকসের কিলন ও চিমনি ভেঙ্গে কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।
Post Views: ০
|
|