Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ড্রেন থেকে যুবলীগ নেতার ভাইয়ের মরদেহ উদ্ধার 
Wednesday September 25, 2024 , 3:51 pm
Print this E-mail this

ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে ড্রেনে পড়ে যান তিনি

বরিশালে ড্রেন থেকে যুবলীগ নেতার ভাইয়ের মরদেহ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর একটি ড্রেন থেকে স্থানীয় এক যুবলীগ নেতার ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (সেপ্টেম্বর ২৫) সকালে নগরীর বটতলা বাজার এলাকার একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এইচএম সজল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাম মোহাম্মদ মোমিন মিয়া (৩২)। তিনি নগরীর রুইয়ার পোল এলাকার বাসিন্দা আবুল খায়ের ধলু মিয়ার ছেলে ও ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম মুন্নার ছোট ভাই। এসআই এইচএম সজল মিয়া বলেন, মঙ্গলবার রাতে বাসা থেকে বের হন মোমিন। সকালে নগরীর বটতলা বাজার সংলগ্ন আব্দুর হামিদ মিয়া সড়কের ড্রেনের ভেতর তাঁর মরদেহ ভাসছিল। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের বরাত দিয়ে এসআই জানান, মোমিন মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে ড্রেনে পড়ে যান তিনি। এরপর আর উঠতে পারেনি। যুবলীগ নেতা শহিদুল ইসলাম মুন্না বলেন, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করছি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে মোমিন। ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদনে যদি হত্যার বিষয় আসে, তাহলে মামলা করা হবে।




Archives
Image
বরিশালে ধর্ষণের পর হত্যার ঘটনায় দু’জনের ফাঁসি
Image
হাফপ্যান্ট পরায় ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে সূর্য সেন হলের ভিপির সতর্কবার্তা
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম