Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ডায়রিয়ার প্রকোপ, একজনের মৃত্যু 
Wednesday May 10, 2023 , 5:09 pm
Print this E-mail this

তিনি নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বিশ্বাস বাড়ির বাসিন্দা

বরিশালে ডায়রিয়ার প্রকোপ, একজনের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান বলে ওই ওয়ার্ড সূত্রে জানা গেছে। তাঁর নাম এসহাক হাওলাদার। তিনি নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বিশ্বাস বাড়ির বাসিন্দা। এসহাকের স্বজনরা জানান, গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার রাতে হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। এরপর সকালে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নতুন আটজন রোগী ভর্তি হয়েছেন। সোমবার ১৫ জন, রোববার ১৬ জন, শনিবার ১৪ জন, শুক্রবার ১৪ জন, বৃহস্পতিবার ১৫ জন ও ৩ মে ১৯ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মলয় কৃষ্ণ বড়াল বলেন, আমি জরুরি মিটিংয়ে আছি। হাসপাতালের চিকিৎসক মো: আশীকুর রহমান বিস্তারিত বলতে পারবেন। বিকালে ডা: আশীকুরকে কল দিলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু