Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ৫:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে টি‌ফি‌নের জমা‌নো টাকা ত্রাণ তহবিলে দিল স্কুলছাত্র 
Sunday May 3, 2020 , 6:52 pm
Print this E-mail this

মাটির ব্যাংকে জমানো ১৯৪৭ টাকা জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের হাতে তুলে দেয়া হয়

বরিশালে টি‌ফি‌নের জমা‌নো টাকা ত্রাণ তহবিলে দিল স্কুলছাত্র


নিজস্ব প্রতিবেদক : প্রতিদিনের স্কুলের টিফিনের খরচ থেকে জমানো টাকা করোনাভাইরাস মোকাবিলায় ত্রাণ সহায়তা তহবিলে দিয়েছে বরিশালের এক শিশু শিক্ষার্থী। রবিবার দুপুর ১২টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে টাকাগুলো তুলে দেয় বরিশাল সরকারি জিলা স্কুলের প্রভাতী (ক) শাখার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নবনীল নন্দী। মাটির ব্যাংকে জমানো ১ হাজার ৯ শ ৪৭ টাকা জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের হাতে তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নন্দীর মা শিউলি দাস। নবনীল তার মা-বাবার একমাত্র সন্তান। তারা বরিশাল সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। নবনীলের বাবা আশীষ কুমার নন্দী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মা শিউলি দাস বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত আছেন। নবনীলের পড়াশোনার পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ। সে একাধিকবার বরিশালে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হবার গৌরব অর্জন করে। তার এই টিফিনের টাকা জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা তহবিলের সোনালী ব্যাংকের হিসাব নম্বরে জমা দেয়া হবে এবং তা করোনাভাইরাস মোকাবিলায় সংশ্লিষ্ট কাজে ব্যবহার করা হবে। টাকাগুলো দেয়ার সময় জেলা প্রশাসক বলেন, এই ছোট্ট শিশু শিক্ষার্থী যে মানবিকতা দেখালো তা একটি নজির হয়ে থাকবে। সরকারের পাশাপাশি সবাই এভাবে এগিয়ে এলে করোনা মোকাবিলায় আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু