Current Bangladesh Time
শুক্রবার মার্চ ২৯, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জয়বাংলা শ্লোগান দিয়ে চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে হামলা-ভাংচুর 
Saturday November 13, 2021 , 9:45 pm
Print this E-mail this

ঘটনায় অভিযোগ দেওয়া হয়েছে, পুলিশ আইনগত ব্যবস্থা নেবে-ওসি কমলেশ চন্দ্র হালদার

বরিশালে জয়বাংলা শ্লোগান দিয়ে চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে হামলা-ভাংচুর


নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জের রহমতপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচারনা গাড়ি ভাংচুর ও সমর্থকদের উপর হামলা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে রহমতপুরের মানিককাঠি এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সরোয়ার মাহমুদের প্রচারনার পিকআপ চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও হামলা ভাংচুর করা পিকআপ উদ্ধার করেছে পুলিশ। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকতারুজ্জামান মিলনের কর্মী সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরোয়ার মাহমুদ। তিনি বলেন, সন্ধ্যার দিকে তার নির্বাচনী প্রচারনার একটি পিকআপ মানিককাঠি বাজার অতিক্রম করছিলো। এ সময় বিপরীত দিক থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকতারুজ্জামান মিলনের সমর্থনে একটি মিছিল বের করা হয়। তখন পিকআপটি রাস্তার পাশে থামিয়ে রাখে চালক। এরপরেও জয় বাংলা শ্লোগান দিয়ে আওয়ামীগ নেতা গোলাম কিবরিয়া, মিলনের সহযোগী ফয়সাল, কসাই কালামসহ ২৫/৩০ জন হামলা করে। তারা লাঠি দিয়ে পিটিয়ে পিকআপ ভেঙে দুমড়ে মুছড়ে করে। হামলার সময় গাড়ি চালক সাইফুল ইসলাম, সরোয়ার মাহমুদের কর্মী মাসুম, হৃদয়, আরিফ, মেহেদী, ইমরান, শাওনসহ অন্তত ১০ জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। খবর পেয়ে এয়াপোর্ট থানার উপ পরিদর্শক সাইফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা পিকআপ উদ্ধার করেছে। এ বিষয়ে মামলা করা হবে বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সরোয়ার মাহমুদ। এব্যাপারে এয়াপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, এ ঘটনায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। উল্লেখ্য, মনোনয়ন পত্র দাখিল থেকে শুরু করে এখন পর্যন্ত একাধিকবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে সংঘর্ষে জড়ানোর অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী মিলনের বিরুদ্ধে। এ ঘটনায় পর এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে আতংক বিরাজ করছে এবং তারা এখানে ভোট সুষ্ঠু ভোট গ্রহন হবে তা নিয়ে সাধারন ভোটারদের মাঝে শংসয় রয়েছে।




Archives
Image
বরিশালে অবৈধ জালসহ ৪ জেলে আটক
Image
কম্পিউটার দোকানে কাজের আড়ালে জাল নোট ছাপাতেন আরিফ
Image
দূষণে দেশে বছরে ২ লাখ ৭২ হাজার অকাল মৃত্যু
Image
নামাজ চলাকালীন বরিশালের মসজিদে এসি বিস্ফোরণ
Image
পাথর কোনোভাবেই ভাগ্য ফেরাতে পারে না, নিছক কুসংস্কার!