Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ৯, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জুয়া খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাং গ্রুপের হামলা 
Sunday March 24, 2024 , 5:47 pm
Print this E-mail this

পুলিশ হামলাকারী রায়হান ও অন্তর নামে দু’জনকে আটক করেছে

বরিশালে জুয়া খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাং গ্রুপের হামলা


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : মোবাইলে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দে বরিশাল নগরীর বান্দরোডে কিশোর গ্রুপের হামলার ঘটনা ঘটেছে। এতে ক্ষুদ্র দোকান কর্মচারী তানিম ও অপর এক কিশোর আসিফ আহত হলে পুলিশ হামলাকারী রায়হান ও অন্তর নামে দু’জনকে আটক করেছে। তাদের রোববার (মার্চ ২৪) দুপুরে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক। এরা হলো-ঝালকাঠির নলছিটি এলাকার বাসিন্দা ও নগরীর মেডিকেল কলেজ লেন এলাকার ভাড়াটিয়া বজলু মিয়ার ছেলে রায়হান (১৫) এবং মিরাজের ছেলে অন্তর (১৪)। জানাগেছে, গ্রেপ্তারকৃতরা স্থানীয়দের নাম ভাঙ্গিয়ে মেডিকেল কলেজ লেন, বান্দরোড ও শের-ই বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে মোবাইলে জুয়া খেলা, মাদক সেবন, ইভিটিজিং করাসহ কিশোরদের একটি গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিলো। এলাকায় নিজেদের আধিপত্য দেখাতে দেশীয় ধারলো অস্ত্র নিয়ে শো-ডাউন দেয়া সহ বিশৃঙ্খলা সৃষ্টি করতো। যার ধারবাহিকতায় শনিবার (ফেব্রয়ারি ২৩) রাতে রায়হান ও অন্তরের নেতৃত্বে দোকান কর্মচারী তানিম ও অপর এক কিশোর আসিফের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। পরে তাদের অভিযোগের ভিত্তিতে মধ্যরাতে মেডিকেল কলেজ লেন এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে রায়হান ও অন্তরকে পুলিশ গ্রেপ্তার করে। স্থানীয়রা জানান, এর কয়েকদিন আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অলি, রায়হান ও অন্তরদের সহযোগীদের সাথে নগরীর ইসলাম পাড়া এলাকার যুবকদের সাথে বিরোধ দেখা দেয়। তখন ইসলাম পাড়া এলাকার যুবকদের মারধর করে এরা এবং এক যুবকের কুপিয়ে গুরুতর জখম করে। যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পর্যন্ত নেয়া হয়। এদিকে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বলছে, মেডিকেল ক্যাম্পাসে শিক্ষার্থীরা যতটা না অবাধে চলাচল করে এসব যুবকরা তার থেকে অবাধে চলাচল করে, সন্ধ্যার পরে ছাত্রবাসগুলোর পেছন ও পুকুর পাড়ে বড় বড় গাছগুলোর নীচে মাদকের আকড়া বসায় এসব যুবকরা। সাধারণ ছাত্ররা প্রতিবাদ করতে গেলে তারাও হেন্থস্থার শিকার হয়। এই গ্রুপের বাকী সদস্যদেরও আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন তারা।




Archives
Image
সোহেল চৌধুরী হত্যা মামলা : আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের যাবজ্জীবন
Image
এবার পুলিশের দ্বারস্থ হলেন চিত্রনায়িকা বুবলী
Image
রাজধানীতে মিলল ‘পুনর্জন্ম’র প্রযোজক রুহানের ঝুলন্ত মরদেহ
Image
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ
Image
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বরিশাল সদরে ভোট সম্পন্ন