Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৪:৩৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জীবনানন্দের পৈতৃক ভিটা পুনরুদ্ধার করা হবে-সংস্কৃতি প্রতিমন্ত্রী 
Friday December 27, 2019 , 9:29 am
Print this E-mail this

বরিশালে জীবনানন্দের পৈতৃক ভিটা পুনরুদ্ধার করা হবে-সংস্কৃতি প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক : বরিশাল শহরের কবি জীবনানন্দ দাশের পৈতৃক ভিটাবাড়িটি পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে শহরের বান্দ রোডে নির্মাণাধীন জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সাংবাদিকদের সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার সারা দেশের বরেণ্য ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। ওই প্রকল্পের আওতায় জীবনানন্দ দাশের স্মৃতি রক্ষার চিন্তাভাবনা করছে সরকার। কেউ যদি জীবনানন্দ দাশের পৈতৃক ভিটার মালিকানা নিয়ে থাকেন, তাহলে অধিগ্রহণ করে সেই জমি পুনরুদ্ধার করা হবে।’ এ বিষয়ে তিনি জানান, জেলা প্রশাসক জীবনানন্দ কমপ্লেক্স এবং একটি ভাস্কর্য নির্মাণের দাবি জানিয়েছেন। ভাস্কর্য নির্মাণ প্রকল্পে সম্মতি এবং অর্থায়নের ঘোষণা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বরিশাল শহরের বগুড়া রোডে কবি জীবনানন্দ দাশের পৈতৃক বাড়ির জমিটি জেলা প্রশাসন থেকে নিলামে কিনে বসবাস করছে কয়েকটি পরিবার। বর্তমানে তার বাড়ির কোনও চিহ্ন নেই সেখানে। এদিকে প্রতিমন্ত্রী শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয়ের নামে লিজ নেওয়া জমি পুনরুদ্ধারের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। জানা গেছে, বরিশাল নগরীতে শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয়ের নামে অর্পিত সম্পত্তি লিজ নিলেও স্থানীয় শিল্পপতি বিজয় কৃষ্ণ দে’র স্ত্রী শৈল বালা দে জমিটি নিজের দাবি করেন। তিনি অর্পিত সম্পত্তি অবমুক্তি চেয়ে মামলা করেন। বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে জমি রক্ষায় আন্দোলন হয়েছে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস