Current Bangladesh Time
মঙ্গলবার মে ১৪, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জানাজায় যাওয়ার পথে গজারিয়া নদীতে ট্রলারডুবি, মা-মেয়ের মৃত্যু 
Friday April 8, 2022 , 12:34 pm
Print this E-mail this

আরও কয়েকজন নিখোঁজ থাকার আশঙ্কায় সন্ধান চালাচ্ছে কোস্টগার্ড, নৌ ও থানা পুলিশ

বরিশালে জানাজায় যাওয়ার পথে গজারিয়া নদীতে ট্রলারডুবি, মা-মেয়ের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (এপ্রিল ৮) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার মাঝেরচর গ্রামের মৃত আব্দুস সালামের স্ত্রী মায়ানুর বেগম (৫৫) ও তাঁর মেয়ে নাসরিন আক্তার (২৩)। স্থানীয়রা জানান, মায়ানুর বেগমের ভাসুরের মেয়ে জামাই কবির কাজী হৃদরোগে আক্রান্ত হয়ে ভোর ৬ টায় মারা যান। তাঁর বাড়ি দড়িরচরখাজুরিয়া গ্রামে। খবর পেয়ে মায়ানুর বেগম ও তার মেয়ে নাসরিন আক্তারসহ পরিবারের কয়েকজন সদস্য নিয়ে দড়িরচরখাজুরিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন। গজারিয়া নদী পার হতে তারা যাত্রীবাহী ট্রলারে ওঠেন। ট্রলারে তারাসহ ১৩-১৬ জনের মতো যাত্রী ছিলেন। ট্রলারটি ছেড়ে মাঝ নদীতে গেলে দমকা হওয়া এবং ঢেউয়ের কারণে দুলতে শুরু করে। এক পর্যায়ে ট্রলার পানিতে ডুবে যায়। এ সময় আশপাশে থাকা মাছ ধরার ট্রলার এগিয়ে এসে কয়েকজন যাত্রীকে উদ্ধার করে। কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ট্রলারডুবির বেশ কিছুক্ষণ পর উদ্ধার করা হয় মায়ানুর বেগম ও তাঁর মেয়ে নাসরিন আক্তারকে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: তৌহিদুজ্জামান বলেন, ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে। তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, নৌ ও থানা পুলিশ। উদ্ধার তৎপরতায় অংশ নিতে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রওনা হয়েছে। দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হালিম খান জানান, উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে অসুস্থ ও আহতদের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।




Archives
Image
আসামিকে না পেয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন পুলিশ কর্মকর্তা!
Image
প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ
Image
বরিশাল নগরীতে প্রতারণা মামলায় স্বামী-স্ত্রী আটক
Image
হাওর ভরাট করে আর সড়ক হবে না : শেখ হাসিনা
Image
সাংবাদিক ও দুদক কর্মকর্তাদের টাকা দিয়েছেন শামসুজ্জামান : ডিবিপ্রধান