Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১১, ২০২৫ ৩:৩৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ছাত্র আন্দোলনের নেতার সাংগঠনিক পদ স্থগিত 
Wednesday May 21, 2025 , 6:07 pm
Print this E-mail this

মামলার তালিকায় বাদ ও যোগ করা নিয়ে চাঁদাবাজির অভিযোগ

বরিশালে ছাত্র আন্দোলনের নেতার সাংগঠনিক পদ স্থগিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ‘জুলাই আন্দোলনে হামলা’র ঘটনায় মামলা দায়েরের প্রায় ৯ মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব মারজুক আব্দুল্লাহর সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না দেওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার রাতে সংগঠনের বরিশাল জেলা শাখার আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ এবং মুখপাত্র সুমি হকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং বরিশাল জেলা শাখার সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী মারজুক আব্দুল্লাহর সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।’ গত ১৪ মে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মারজুক আব্দুল্লাহ বাদী হয়ে নাম উল্লেখ করে ২৪৭ জন এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার তালিকায় বাদ ও যোগ করা নিয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। মামলায় আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা, সাংবাদিক, জেলে ও কৃষকের নাম থাকায় বিতর্ক আরও তীব্র হয়। তবে মারজুক আব্দুল্লাহ চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ‘কোনো আসামির কাছ থেকে চাঁদা নেওয়ার প্রশ্নই ওঠে না।’ তিনি আরও বলেন, মামলা করার পর দলের কেন্দ্রীয় নেতারা তাকে প্রশংসা করেছেন।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী