Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ৫:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ 
Wednesday May 18, 2022 , 4:01 pm
Print this E-mail this

নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে জনগণের জীবনে নাভিশ্বাস

বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভূমিহীনদের খাসজমি বন্দোবস্ত এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষাভ করেছেন। বুধবার (মে ১৮) সকালে সদর রোড দলীয় কার্যালয় চত্বরে সমাবেশ ও বিক্ষোভ শেষে নেতাকর্মীরা জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি দেন। বক্তারা বলেন, দেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে জনগণের জীবনে নাভিশ্বাস উঠেছে। তারা এ থেকে পরিত্রাণ চান। শ্রমজীবীরা চড়া দামে দ্রব্যমূল্য কিনতে না পেরে অনেকেই শহর ছাড়তে শুরু করেছেন। খাসজমির বিষয়ে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও ভূমিহীনরা মানবেতর জীবনযাপন করছে। আমরা সরকারের কাছে আমাদের অধিকার চাই। নিত্যপণ্যের দাম কমাতে হবে, ভূমিহীনদের ভূমি বন্দোবস্ত দিতে হবে। নতুবা শ্রমজীবীদের নিয়ে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন-বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলিফ দেওয়ান, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক জামান কবির প্রমুখ।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু