Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ৫:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে খোকন সেরনিয়াবাতকে জয়ী করতে জরুরি বৈঠকে নানক 
Monday June 5, 2023 , 10:29 am
Print this E-mail this

কেন্দ্রীয় যুবলীগের নেতাদের নিয়ে নির্বাচন কৌশল, সমস্যা ও করণীয় আলোচনা

বরিশালে খোকন সেরনিয়াবাতকে জয়ী করতে জরুরি বৈঠকে নানক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নৌকা প্রতীকের বাহক আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে জয়ী করতে জরুরি অভ্যন্তরীণ বৈঠক করেছেন আ.লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। রোববার (জুন ৪) বিকেলে যুবলীগ আয়োজিত বরিশাল নগরীর সদর রোড আওয়ামী লীগ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় যুবলীগের নেতাদের নিয়ে নির্বাচন কৌশল, সমস্যা ও করণীয় বিষয় নিয়ে আলোচনা হয় এ বৈঠকে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.লীগে প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে জাহাঙ্গীর কবির নানক বলেন, বহু ধরনের সংকটের মধ্যদিয়ে নির্বাচন কমিটির কাজ শুরু হয়েছে। এখানে অনেক সমস্যা মোকাবেলা করতে হচ্ছে কেন্দ্রীয় যুবলীগের নেতাদের। তিনি আরও বলেন, সকল দুর্বলতাকে পাশ কাটিয়ে ৩০টি ওয়ার্ডে কাজের গতি আরো বাড়াতে হবে। সবাইকে সমান প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে। মহিলা টিম বৃদ্ধি করতে হবে। কেন্দ্রীয় নেতারা যারা মাঠে কাজ করছেন তাদের এক জায়গায় থাকার একটা ব্যবস্থা হলে সবচেয়ে ভালো হবে। এ সময় জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের যখন যাকে পাওয়া যাবে তাদের নিয়ে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেন। নানক বলেন, মনে রাখতে হবে একতার বিকল্প নেই। আমাদের সব ভুলে ঐক্যবদ্ধভাবে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে জয়যুক্ত করতে হবে। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন-যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাকসুদ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, দপ্তর সম্পাদক এবিএম রাসেলসহ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে দায়িত্বরত নেতারা। কেন্দ্রীয় নেতারা গত ৩০ মে থেকে বরিশালে অবস্থান করছেন ও নগরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে খোকন সেরনিয়াবাত এর নির্বাচন পরিস্থিতি পর্যালোচনা করছেন। তারা ঘরে ঘরে লিফলেট পৌঁছে দেওয়া ও নারীকর্মীর সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় আরো উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু