Current Bangladesh Time
শনিবার জুলাই ১২, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে খাল পুনরুদ্ধারে ৭০১ কোটি টাকার প্রকল্প 
Wednesday July 9, 2025 , 10:31 am
Print this E-mail this

অর্থায়নের পূর্বানুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ

বরিশালে খাল পুনরুদ্ধারে ৭০১ কোটি টাকার প্রকল্প


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর খালগুলোর পাড় সংরক্ষণ, পুনরুদ্ধার ও পূণরায় খনন কাজে অর্থায়নের পূর্বানুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। যেখানে প্রস্তাবিত জিওবি অংশের ৭০১ কোটি টাকার মধ্যে ৮০ ভাগ অর্থাৎ ৫৬১ কোটি টাকাই জিওবি অনুদান হিসেবে অর্থায়নে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হয়েছে। সোমবার (জুলাই ৭) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট-১১ শাখার বাজেট-২ অনুবিভাগের যুগ্মসচিব মোছা: রুখসানা রহমান সাক্ষরিত এক স্মারকের মাধ্যমে বিষয়টি জানা গেছে। স্মারকে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের অধীন বরিশাল সিটি কর্পোরেশন বাস্তবায়িতব্য ‘বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালগুলোর পাড় সংরক্ষণ, পুনরুদ্ধার ও পূণরায় খনন কাজ (১ম পর্ব)’ শীর্ষক প্রকল্পের প্রস্তাবিত জিওবি অংশের ৭০১ কোটি টাকার মধ্যে ৮০ ভাগ জিওবি অনুদান ৫৬১ কোটি টাকা এবং ২০ ভাগ জিওবি ঋণ ১৪০ কোটি টাকা জিওবি অনুদান হিসেবে অর্থায়নে সাতটি শর্তে অর্থবিভাগের সম্মতি প্রদান করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে এক পত্রের মাধ্যমে তিনি এ বিষয়ে নিশ্চিত হয়েছেন। প্রধান নির্বাহী বলেন, বরিশালকে, ধান-নদী-খালের অঞ্চল হিসেবে গণ্য করা হলেও নানাবিধ কারণে বরিশাল নগরীর খালগুলো মৃত প্রায় হয়ে পড়েছে। অর্থ বিভাগ বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন খালগুলোর পাড় সংরক্ষণ, পুনরুদ্ধার ও পূণরায় খনন কাজ-শীর্ষক প্রকল্প বাস্তবায়নে অর্থ ছাড় দেয়ায় চলমান কাজ আরো ত্বরান্বিত হবে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে বদলে যাবে নগরীর দৃশ্যপট এমনটাই আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বর্তমান সরকারের সহায়তায় সিটি প্রশাসকের নেতৃত্বে বরিশাল নগরবাসী ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী উপহার পাবেন।




Archives
Image
খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা
Image
খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
Image
বরিশাল ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী পেল জিপিএ-৫
Image
নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনা বাতিল
Image
বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে : মির্জা ফখরুল