Current Bangladesh Time
মঙ্গলবার এপ্রিল ৩০, ২০২৪ ১:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশালে কেন্দ্রের ভেতরেই কাউন্সিলর সমর্থকদের হাতাহাতি 
Monday June 12, 2023 , 6:06 pm
Print this E-mail this

২১নং ওয়ার্ডের গোরস্তান রোড মাদ্রাসা কেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে

বরিশালে কেন্দ্রের ভেতরেই কাউন্সিলর সমর্থকদের হাতাহাতি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরেই দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ২১নং ওয়ার্ডের গোরস্তান রোড মাদ্রাসা কেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে। জানা গেছে, বরিশালের ২১নং ওয়ার্ডের গোরস্তান রোড মাদ্রাসাকেন্দ্রের ভেতরেই ভোট দিতে আসা লাটিম মার্কার প্রার্থী মু. শাহরিয়ার সাচিব (রাজিব) এবং টিফিন বক্স মার্কার প্রার্থী শেখ সাঈদ আহমেদের (মান্না) সমর্থকরা ভোট দিতে আসেন কেন্দ্রে।  ভোটগ্রহণ শুরুর পর থেকেই দুই কাউন্সিলরপ্রার্থীর সমর্থকদের ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। টিফিন বক্স মার্কার প্রার্থী শেখ সাঈদ আহমেদের (মান্না) সমর্থক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘লাটিম মার্কার প্রার্থী ও তার স্ত্রী ভোটারদের জোর করে তাদের পক্ষে ভোট দেওয়াচ্ছেন। আমাদের কাউকে ঢুকতে দিচ্ছেন না। তারা আমাদের সন্ত্রাসী বলছেন। আমাদের বিভিন্নভাবে হুমকিও দিচ্ছেন। লাটিম মার্কার প্রার্থী মু. শাহরিয়ার সাচিবের (রাজিব) স্ত্রী মৌসুমী কবির মৌ অভিযোগ করে বলেন, ‘টিফিন বক্সের প্রার্থী মাঠে নেই। সে ভোটারদের টাকার প্রলোভন দিয়ে ভোটকেন্দ্রে নিয়ে আসছে। এইটার বাধা দেওয়ার জন্য আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আমাদের লাইনেই দাঁড়াতে দিচ্ছে না। বলছে বের করে দেবে। লাটিম মার্কার আরেক সমর্থক বলেন, সবাই জানে শেখ সাঈদ আহমেদ মান্না একাধিক মার্ডার ও অস্ত্র মামলার আসামি। কেন্দ্রের ভেতরে হাতাহাতির পর কেন্দ্রের ভেতর থেকে উভয়পক্ষের সমর্থকদের বের করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর কিছুক্ষণ পরেই এপিবিএন ফোর্স এসে কেন্দ্রের সামনে থেকে উভয় কাউন্সিলের সমর্থকদের দূরে সরিয়ে দেয়। এপিবিএন কর্মকর্তা দুলাল আহমেদ বলেন, এখানে ঝামেলা হচ্ছে—এমন খবর পেয়ে আমরা এসেছি। দুই কাউন্সিলরের লোকজনকে কেন্দ্রের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন ভোটকেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক। যে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়