Current Bangladesh Time
বুধবার মে ১৫, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কৃষক ফেডারেশনের মানববন্ধন 
Friday March 1, 2019 , 11:05 am
Print this E-mail this

বরিশালে কৃষক ফেডারেশনের মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ কৃষক ফেডারেশনের আয়োজনে গোল্ডেন রাইচের বাণিজ্যিকিকরন ও গোল্ডেন রাইচের পক্ষে বিদেশী চাটুকার বিজ্ঞাপন বন্ধের দাবি জানিয়ে গত বুধবার সকাল ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিষাক্ত জিএমও খাবার এবং মিথ্যা প্রলোভনের বিরুদ্ধে কৃষকদের সচেতন হওয়ার পাশাপাশি কঠোর আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সমস্ত বিদেশী ষড়যন্ত্রকে রুখে দেয়ার দাবী জানানো হয়। কৃষক ফেডারেশন বরিশাল জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ হারুন ভান্ডারীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন-জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ হালিম মোহরী, কৃষাণী সভা বরিশাল শাখার সভানেত্রী রেহানা বেগম মিতু, সাধারন সম্পাদক রেনু বেগম, প্রচার সম্পাদক ইউসুফ আকন, প্রচার সম্পাদিক হিরা বেগম, সাংগঠনিক সম্পাদক মোঃ ত্রনায়েত, মনি বেগম, মোঃ মামুন খান প্রমূখ। বক্তারা বলেন, সারা ইউরোপিও ইউনিয়নে জিএমও খাবার নিষিদ্ধ। অপরদিকে আমাদের দেশে নানা অজুহাত দেখিয়ে এই বিষাক্ত জিএমও ফসলের প্রসার ঘটানো চেষ্টা করা হচ্ছে। এতে কৃষক শুধু নিজস্ব বীজ হারাবে তাই নয়, এতে মাটির উর্বরতা ধ্বংস করবে। তারা আরো বলেন, যে জমিতে জিএও ফসল উৎপাদন করা হয় সেখানে পরে অন্য ফসল উৎপাদন করা অসম্ভব হয়ে উঠে।




Archives
Image
উপজেলা ভোটে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এমপি পঙ্কজ নাথের বিরুদ্ধে
Image
বরিশালে ধর্ষণের পর শিশুকে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার
Image
গুলিস্তানে কিনে ‘পাকিস্তানি কাপড়’ বলে বিক্রি করেন তনি!
Image
বরিশালে অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত সিনথিয়ার
Image
রড দিয়ে পিটিয়ে শিশু গৃহকর্মী খুন, দম্পতির যাবজ্জীবন