Current Bangladesh Time
শুক্রবার ডিসেম্বর ১২, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেল এনজিও কর্মী 
Wednesday December 10, 2025 , 5:19 pm
Print this E-mail this

প্রতি সপ্তাহে ১ হাজার ২৫০ টাকা করে নিয়মিত কিস্তি দিতেন হাফিজা

বরিশালে কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেল এনজিও কর্মী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়ায় টিএমএসএস এনজিওর কিস্তির টাকা দিতে না পারায় গৃহস্থের চিনাহাঁস নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মাঠকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার (ডিসেম্বর ৯) দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো: মুরাদ হোসেনের স্ত্রী হাফিজা খানম ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) সদস্য। ওই এনজিও থেকে ২০২৫ সালের প্রথম দিকে ৬০ হাজার টাকা লোন উত্তোলন করেন হাফিজা খানম। প্রতি সপ্তাহে ১ হাজার ২৫০ টাকা করে নিয়মিত কিস্তি দিয়ে আসছিলেন।

মঙ্গলবার দুপুরে কিস্তির টাকা উত্তোলন করতে ওই এনজিওর মাঠকর্মী ফিরোজ খানসহ দু’জন আসেন হাফিজা খানমের বাড়িতে। এ সময় হাফিজা কিস্তি দিতে অপারগতা জানান। কিন্তু ফিরোজ খান নাছোড়বান্ধা, কিস্তির টাকা না নিয়ে হাফিজার বাড়ি থেকে যাবেন না। ফিরোজ খান হাফিজার উঠানে থাকা হাঁস-মুরগি দেখে টাকার পরিবর্তে হাঁস দাবি করেন। হাফিজা কিস্তির পরিবর্তে হাঁস দিতে অপারগতা জানিয়ে পাশের বাড়িতে চলে যান। টিএমএসএস মাঠকর্মী ফিরোজ খান ও তার সঙ্গে থাকা সহযোগীকে নিয়ে ধাওয়া করে হাফিজার বাড়ি থেকে একটি চিনাহাঁস ধরে নিয়ে যান। ঋণগ্রহীতা হাফিজা খানম বলেন, সর্বশেষ একটি কিস্তির টাকা আগামী সপ্তাহে পরিশোধ করার কথা বললেও এনজিওর মাঠকর্মীরা আমার বাড়ির উঠান থেকে ধাওয়া করে বড় একটি চিনাহাঁস ধরে নিয়ে যায়। তখন আমি বাড়ি ছিলাম না। ওই হাসঁটির দাম দেড় হাজারেরও বেশি হবে। আমার মেয়ে লাবিবার পালিত শখের হাসঁটি ফেরত চাই। উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাস গুপ্ত বলেন, কিস্তির টাকার পরিবর্তে ঋণগ্রহীতার বাড়ি থেকে কোনো জিনিসপত্র আনার বৈধতা নেই। সদস্যের বাড়ি থেকে হাঁস আনার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। টিএমএসএস এনজিও আগৈলঝাড়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদের আওতাভুক্ত নয়। অভিযুক্ত টিএমএসএস এনজিওর মাঠকর্মী ফিরোজ খান ঋণগ্রহীতা হাফিজা খানমের বাড়ি থেকে হাঁস আনার সত্যতা স্বীকার করে বলেন, কিস্তির টাকার পরিবর্তে ৮০০ টাকা দাম ধরে হাঁস আনা হয়েছে। টিএমএসএস এনজিওর ম্যানেজার মো: রাজেক ইসলাম বলেন, ঋণগ্রহীতা হাফিজা খানম হাঁস বিক্রি করে পরে টাকা দেবে। আমার এনজিওর মাঠকর্মী দাম ধরে কিনে আনলে অপরাধের কিছু নয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস বলেন, এ এনজিওটি আমার উপজেলার আওতাভুক্ত নয়। তারা কীভাবে এ উপজেলায় কাজ করে আমার জানা নেই। কিস্তির টাকার পরিবর্তে হাঁস আনার বিষয়টি অবৈধ।




Archives
Image
রাজধানীর শ্যামবাজারের ব্যবসায়ী হত্যায় অস্ত্রসহ গ্রেফতার নয়ন
Image
রিকশায় ছিলেন ওসমান হাদী, মোটরসাইকেল থেকে গুলি চালায় দু’জন
Image
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশুটি মারা গেছে
Image
বরিশালে সাংবাদিককে হাতুড়ি পেটায় পুলিশ সদস্যকে প্রত্যাহার
Image
বরিশালে কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেল এনজিও কর্মী