Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ১৯, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ওয়াকার্স পার্টি ও বাসদ’র বিক্ষোভ সমাবেশ 
Sunday August 7, 2022 , 2:29 pm
Print this E-mail this

অবিলম্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সিদ্ধান্ত বাতিলের দাবী

বরিশালে ওয়াকার্স পার্টি ও বাসদ’র বিক্ষোভ সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের মূল্য বৃদ্ধি বাতিল করা সহ কৃষকের সারের মূল্য বৃদ্ধি না করার দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়াকার্স পার্টি ও বাসদ বরিশাল জেলা কমিটি। রোববার সকাল সাড়ে ১০ টায় নগরীর সদররোর্ডে এ কর্মসূচি পালন করেন। জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-সাবেক এমপি ও জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. শেখ মো: টিপু সুলতান, অধ্যক্ষ মোতালেব হাওলাদার, জাকির হোসেন প্রমুখ। সমাবেশ শেষে তারা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ করেন। অপরদিকে একই দাবীতে সদররোডে বিক্ষোভ সমাবেশ করেন, বরিশাল জেলা বাসদের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, সরকারের অযৌক্তিক এবং অমানবিক সিদ্ধান্ত জনগণ মানে না অবিলম্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সিদ্ধান্ত বাতিল করতে হবে। একই সাথে কৃষকের সারের মূল্যবৃদ্ধির পায়তারা বন্ধ করে জ্বালানী খাতের সাথে জড়িত দুর্নীতিবাজ, লুটপাটকারীদের চিহ্নিত করে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা জনগণকে পূর্ণাঙ্গ রেশনিং এর আওতায় এনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করারও দাবি জানান।




Archives
Image
অভিমান ভুলে একসঙ্গে পর্দায় ফিরছেন তাহসান-মিথিলা
Image
বোতলজাত সয়াবিনের লিটারে দাম বাড়ল ৪ টাকা
Image
শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে পারছেন না ফেরদৌস-মৌসুমী!
Image
একই পরিবারে নিহত ৬, হানিমুনে যাওয়া হলো না নবদম্পতির
Image
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ প্রধানমন্ত্রীর