Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৪:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্দো-বাংলার কারখানায় র‌্যাবের অভিযান 
Tuesday September 7, 2021 , 2:30 pm
Print this E-mail this

অভিযান চলাকালে ইন্দো-বাংলার ভেতরে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি

বরিশালে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্দো-বাংলার কারখানায় র‌্যাবের অভিযান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে অভিযান চালিয়েছে র‌্যাব-৮’র সদস্যরা। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওষুধ প্রশাসন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে ওই প্রতিষ্ঠানে প্রবেশ করে র‌্যাবের একটি টিম। অভিযান চলাকালে ইন্দো-বাংলার ভেতরে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক ঘন্টার অভিযান শেষে রাত সাড়ে ১০টার দিকে অভিযানিক টিম বেড়িয়ে যায়। কিন্তু এ অভিযানের বিষয়ে র‌্যাব বা সংশ্লিষ্ট অভিযানিক টিমের পক্ষ থেকে সাংবাদিকদের কোনো তথ্য দেওয়া হয়নি। তবে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, দেশব্যাপী র‌্যাবের অভিযান সপ্তাহের অংশহিসেবে ওষুধ প্রস্তুতকারী ওই প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়েছে। তবে এ বিষয়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস