Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৮:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে একদিনে আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৮ 
Monday August 9, 2021 , 12:35 pm
Print this E-mail this

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে

বরিশালে একদিনে আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৮


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগে একদিনে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ছয়জন এবং উপসর্গ নিয়ে মারা যান ১৫ জন। একই সময়ে নতুন করে ৩৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সোমবার (আগস্ট ৯) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন। হাসপাতালে বর্তমানে করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ২২৭ জন চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা: বাসুদবে কুমার দাস জানান, ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় এক হাজার ৫৬৭টি নমুনা পরীক্ষায় ৩৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি ভোলায়, ১৩৭ জন। এ ছাড়া বরগুনায় ৩২ জন, পিরোজপুরে ৩১ জন, বরিশালে ৮৩ জন, পটুয়াখালীতে ৮৯ জন এবং ঝালকাঠিতে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস