Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ১:২৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ইমাম-মুয়াজ্জিনের হাতে প্রধানমন্ত্রী’র উপহার তুলে দিলেন ডিসি 
Tuesday May 12, 2020 , 6:41 pm
Print this E-mail this

সবাইকে ঘরে থাকা সহ সামাজিক দূরত্ব রক্ষা এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করতে ইমাম-মুয়াজ্জিনদের আহ্বান

বরিশালে ইমাম-মুয়াজ্জিনের হাতে প্রধানমন্ত্রী’র উপহার তুলে দিলেন ডিসি


নিজস্ব প্রতিবেদক : করোনার কারনে বেকায়দায় পড়া বরিশাল নগরীর বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম-মুয়াজ্জিনকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা উপহার পৌঁছে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) এসএম অজিয়র রহমান। মঙ্গলবার (১২ মে) বেলা ১২টার দিকে ইসলামিক ফাউন্ডেশন বরিশালের উদ্যোগে নগরীর হেমায়েতউদ্দিন রোডের জামে কসাই মসজিদে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শতাধিক ইমাম-মুয়াজ্জিনের হাতে উপহার সামগ্রী তুলে দেন তিনি। প্রতিটি প্যাকেটে ১০ কেজি করে চাল এবং ডাল, আলু ও সাবান সহ প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুনিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক আলম হোসেন, ইমাম সমিতির সভাপতি কাজী আব্দুল মান্নান সহ অন্যান্যরা। এ সময় জেলা প্রশাসক পর্যায়ক্রমে নগরীর সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের রমজানের উপহার হিসেবে ইফতার সামগ্রী দেয়ার ঘোষণা দেন। পাশাপাশি তাদের সবাইকে ঘরে থাকা সহ সামাজিক দূরত্ব রক্ষা এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য ইমাম-মুয়াজ্জিনদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।




Archives
Image
শ্রমিকের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
Image
বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার