Current Bangladesh Time
বুধবার এপ্রিল ২৪, ২০২৪ ১০:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ইউপি নির্বাচনে ভোট দিতে ভোর থেকে কেন্দ্রে উপস্থিত নারী ভোটাররা 
Thursday November 11, 2021 , 1:17 pm
Print this E-mail this

আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আবদুস ছত্তার মোল্লার মনোনয়ন বাতিল

বরিশালে ইউপি নির্বাচনে ভোট দিতে ভোর থেকে কেন্দ্রে উপস্থিত নারী ভোটাররা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ইউপি নির্বাচনে ভোট দিতে ভোর থেকে কেন্দ্রে উপস্থিত হয়েছে নারী ভোটাররা। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৬টা থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটাররা ভোটারদের উপস্থিতি দেখা গেছে। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বরিশালের তিন উপজেলার ১২ ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে সদরে ছয়টি, আগৈলঝাড়ায় পাঁচটি ও বানারীপাড়ায় এক ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। জেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলার রায়পাশা-কড়াপুর, শায়েস্তাবাদ, চরমোনাই, চরকাউয়া, চাঁদপুরা ও চন্দ্রমোহন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগৈলঝাড়া উপজেলার রাজিহার, বাকাল, বাগধা, গৈলা ও রত্নপুর ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এ পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। এখানে সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচন হচ্ছে। সরেজমিনে সকাল ৮টার দিকে সদর উপজেলার চরভেদুরিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, কেন্দ্রের ভোটকক্ষগুলোর সামনে ভোটারদের দীর্ঘ লাইন। পুরুষদের চেয়ে নারী ভোটারদের সংখ্যা ছিল চোখে পড়ার মত। ভোট দেওয়ার জন্য তারা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন নারী ভোটার জানান, ভোট দেওয়ার জন্য ভোর সাড়ে ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। সংসারে কাজ আছে। পরে বাসায় গিয়ে রান্না করতে হবে। তাছাড়া অন্য কেউ যেন ভোট দিতে না পারে সেজন্য আগেভাগে ভোট কেন্দ্রে এসেছেন। সকাল পৌনে ১০টার দিকে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পপুলার মাধ্যমিক কেন্দ্রে গিয়ে দেখা যায়, ওই কেন্দ্রেও ছিল ভোটারদের দীর্ঘ লাইন।ভোট দিতে আসা ফেরদৌস রহমান সাগর জানান, সুন্দর পরিবেশে ভোট দিয়েছি। কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হয়নি। ভোটগ্রহণ প্রক্রিয়া অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে চলছে। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো: নুরুল আলম বলেন, বরিশালের তিন উপজেলার ১২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে ৪৭ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩১ জন, সাধারণ সদস্য পদে ৪১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আবদুস ছত্তার মোল্লার মনোনয়ন বাতিল করা হয়েছে।  বরিশাল জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম এ প্রার্থীতা বাতিল করেন। বুধবার (১০ নভেম্বর) বিকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে প্রতিদ্বন্ধী প্রার্থী নাসির উদ্দিনের আবেদন শুনানি শেষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই বিষয়ে মঙ্গলবারও শুনানী হয় পরে তা মুলতবি করে বুধবার বিকালে পরবর্তী শুনানীর দিন ধার্য্য করা হয়। এসময় উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির থাকতে বলা হয়। এ বিষয়ে আপিলকারীর পক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, গুঠিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস ছত্তার মোল্লার প্রার্থীতা বাতিল চেয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো: নাসির উদ্দিন জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেন। বুধবার আপিল শুনানি শেষে আবদুস ছত্তার মোল্লা এক নারী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হওয়ায় আইনীভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। জানা গেছে, আবদুস ছত্তার মোল্লা বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি এলাকার জুলেখা নামের এক নারীর হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী। এই মামলায় তিনি ২ বছরেরও অধীক সময় কারাবন্দি ছিলেন। উচ্চ আদালতে আপিলের প্রেক্ষিতে আবদুস ছত্তার মোল্লা জামিনে রয়েছেন। সাজাপ্রাপ্ত আসামী হওয়ায় আইনীভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আবদুস ছত্তার মোল্লা এমন দাবী করে আবেদন করেন প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: নাসির উদ্দিন। শুনানীতে উপস্থিত ছিলেন-বরিশাল জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, বরিশাল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস, উজিরপুর উপজেলা নির্বাচন কমকর্তা মুহাম্মদ আঃ রশিদ শেখ সহ বরিশাল আইনজীবী সমিতির অর্ধশতাধিক আইনজীবী। এসময় উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দসহ নৌকার প্রার্থী আবদুস ছত্তার মোল্লা, অভিযোগকারী স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিনসহ অপর প্রার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য,আগামী ২৮ নভেম্বর গুঠিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ