Current Bangladesh Time
শনিবার মে ৪, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আন্তজার্তিক নারী দিবসে আলোচনা সভা 
Wednesday March 8, 2023 , 1:37 pm
Print this E-mail this

ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন

বরিশালে আন্তজার্তিক নারী দিবসে আলোচনা সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে আন্তজার্তিক নারী দিবস’২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন-এই স্লোগানে বুধবার (মার্চ ৮) সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও সকল উন্নয়ন সংস্থা সমূহের আয়োজনে বিভাগীয় যাদুঘর প্রাঙ্গন থেকে জেলা বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।

শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির শুভ উদ্বোধন করেন, বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।বিশেষ অতিথি ছিলেন-বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), উপ-পরিচালক স্থানীয় সরকার গৌতম বাড়ৈ, আঞ্চলিক কমিশনার গার্ল গাইড অ্যাসোসিয়েশন রাবেয়া খাতুন, সাবেক (সনাক) সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা, বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানমসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকবৃন্দরা। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা আন্তর্জাতিক নারী দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে উন্নয়ন সংস্থা ব্র্যাক এর সহযোগিতায় ৮ জন সফল নারী কমিউনিটর নেতৃবৃন্দের মাঝে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল।




Archives
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
Image
বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে