Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ১২:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আনসারের গুলিতে চোখ হারানো সেই দুই আ.লীগ নেতার জামিন 
Sunday September 5, 2021 , 3:56 pm
Print this E-mail this

ম্যাজিস্ট্রেট মো: মাসুম বিল্লাহ তাদের জামিন দেন বলে জানান আদালতের জিআরও

বরিশালে আনসারের গুলিতে চোখ হারানো সেই দুই আ.লীগ নেতার জামিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে গত ১৮ আগস্ট ইউএনও অফিস চত্বরে গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনায় চোখ হারানো দুই আওয়ামী লীগ নেতা জামিন পেয়েছেন। তারা হলেন-২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান মনির ও মোহাম্মদ তানভির। রোববার (সেপ্টেম্বর ৫) দুপুর ১২টায় বিবাদী আইনজীবীরা জামিন শুনানি করলে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: মাসুম বিল্লাহ তাদের জামিন দেন বলে জানান আদালতের জিআরও। এর ফলে, ইউএনও মো: মুনিবুর রহমান ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ শাহজাহান মল্লিকের দায়েরকৃত মামলায় মোট ২৩ আসামি জামিন পেলেন। উল্লেখ্য, গত ১৮ আগস্ট সংঘর্ষ ও গুলির ঘটনায় এই দুই জনসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে ভর্তি হন। তারা দু’জনই এক চক্ষু হারিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আজ হাসপাতাল থেকে বরিশালে এসে তারা জামিন চাইলে আদালত জামিন দেন। সেদিনের ঘটনায় আনসার সদস্যদের ছররা গুলিতে অন্তত ৫০ জন গুলিবিদ্ধ এবং আরও অন্তত ৬০ জন আহত হয়েছেন বলে জেলা ও মহানগর আওয়ামী লীগ সাংবাদিক সম্মেলনে জানিয়েছে। এ ঘটনায় মহানগর আওয়ামী লীগ সদস্য রফিকুল ইসলাম খোকন ও বরিশাল সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার ইউএনও, দুই পুলিশ ও পাঁচ আনসার সদস্যকে আসামি করে ২৩ আগস্ট আদালতে মামলা দায়ের করেন। এই মামলায় তিন দফায় আদালত ২৩ জনকে জামিন দিয়েছেন।




Archives
Image
শ্রমিকের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
Image
বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার