|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিইসি’র এ মতবিনিময় সভা
বরিশালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভায় সিইসি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল অঞ্চলের সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। শনিবার (অক্টোবর ১৮) সকাল ১০টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে বরিশাল অঞ্চলের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বরিশাল অঞ্চলের সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম। সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, প্রধান নির্বাচন কমিশনার এই প্রথম বরিশালে এসেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করতে যা যা করণীয়, সে বিষয়ে তিনি নির্দেশনা দেবেন। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন বরিশাল নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগের প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে বিভাগীয় কমিশনার, বিভাগের সব জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপির কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
Post Views: ০
|
|