মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশব্যাপী বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে বরিশালে উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। আজ বুধবার (নভেম্বর ২৯) দুপুর ১২ টার দিকে নগরীর সদর রোডের সোহেল চত্বর সংলগ্ন দলীয় কার্যলয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র নেতৃত্বে নগরীতে একটি বিশাল মিছিল বের হয়। মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন-বরিশাল সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, নগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী নাইমুল হোসেন লিটু, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি উন্নয়ন দেখতে পারে না। তাই তারা চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশব্যাপী সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা দেশে ভীতিকর পরিবেশ তৈরি করে জনগণের জান-মালের ক্ষতি করছে। এসব অপকর্ম অবিলম্বে বন্ধ না করলে দেশের মানুষ নির্বিঘ্নে জীবনযাপনের স্বার্থে তা কঠোর হাতে প্রতিহত করবে।