|
সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা আইনের মূল উদ্দেশ্য
বরিশালে আইনকানুন কৌশল ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের নিয়ে ‘মামলা পরিচালনায় সহায়ক আইন-কানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয়’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য দেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা আইনের মূল উদ্দেশ্য। কোন দাবি বৈধ আর কোনটি নয়, সে বিষয়ে সুস্পষ্ট ধারণা পেতে আইন জানতে হবে। আইন জানা থাকলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যেকোন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আইন বিষয়ে জ্ঞান ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শুধু সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে না, বরং অনাকাঙ্খিত ভুল ও বিশৃঙ্খলা এড়িয়ে সমাজে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে।তিনি বলেন, আইন জানা সবার জন্য গুরুত্বপূর্ণ। কোন আইনি ঝামেলা তৈরি হলে সেটাকে এড়িয়ে যাওয়ার যে মনোভাব দীর্ঘদিন ধরে চলে আসছে সেটা পরিহার করতে হবে। প্রতিষ্ঠানে সরকারি মামলা হলে তা অবহেলা করা যাবে না। অন্যথায় প্রতিষ্ঠান তথা সরকারের দুর্নাম হবে। তিনি আরও বলেন, আইন সময়সীমা নির্ভর, সঠিক সময়ে সঠিক ধারা তুলে ধরতে না পারলে অনেক সময় জটিল পরিস্থিতির শিকার হতে হয়। তাই নিজের স্বার্থে বা প্রতিষ্ঠানের প্রয়োজনে এবং সর্বোপরি সরকারের সুনাম বৃদ্ধিতে আইনের বিষয়ে ধারণা থাকা জরুরি। বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমনের সভাপতিত্বে বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Post Views: ০
|
|