Current Bangladesh Time
শুক্রবার মার্চ ২৯, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অভিযানে যাওয়া ইউএনও’র বোটে ইলিশভর্তি ট্রলারের ধাক্কা 
Friday October 8, 2021 , 6:20 pm
Print this E-mail this

ফায়ার সার্ভিসের স্টেশনের ডুবুরিরা অস্ত্রের সন্ধান চালাচ্ছে, আইনি ব্যবস্থা নেওয়া হবে

বরিশালে অভিযানে যাওয়া ইউএনও’র বোটে ইলিশভর্তি ট্রলারের ধাক্কা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর-খাজুরিয়া ইউনিয়নে গজারিয়া নদীর সিকদারবাড়ি ঘাট এলাকায় মা ইলিশ রক্ষার অভিযানে নামা ইউএনও’র স্পিড বোটে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে ইলিশভর্তি জেলেদের একটি ট্রলার। এ সময় ইউএনও’র সঙ্গে থাকা দুই আনসার সদস্য আহত হয়েছেন। এছাড়া একজনের শটগান নদীতে পড়ে গেছে। শুক্রবার (৮ অক্টোবর) বিকাল ৪টা ৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত শটগানের সন্ধান চালাচ্ছেন ডুবুরিরা। মেহেন্দিগঞ্জের ইউএনও শাহাদাত হোসেন মাসুদ বলেন, ‘শুক্রবার সকালে খবর আসে, ইঞ্জিনচালিত একটি ট্রলার নদীতে ইলিশ শিকার করছে। ওই ট্রলার ইলিশে ভরে গেছে। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে ওই স্থানের উদ্দেশে রওনা হই। সিকদারবাড়ি ঘাট এলাকায় পৌঁছানো মাত্র ইলিশবোঝাই ট্রলারটি আমাদের বহনকারী স্পিড বোটের মাঝামাঝি স্থানে সজোরে ধাক্কা দেয়। এতে স্পিডবোটে থাকা দুই আনসার সদস্য মো: ইব্রাহীম ও মো: তুহিন আহত হয়। তিনি আরও বলেন, ‘আনসার তুহিনের কাছে থাকা শটগানটি নদীতে পড়ে যায়। কোনও কিছু বুঝে ওঠার আগেই শক্তিশালী ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলারটি ঘটনাস্থল ত্যাগ করে। বরিশাল রিভার ফায়ার সার্ভিসের স্টেশনের ডুবুরিরা অস্ত্রের সন্ধান চালাচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
বরিশালে অবৈধ জালসহ ৪ জেলে আটক
Image
কম্পিউটার দোকানে কাজের আড়ালে জাল নোট ছাপাতেন আরিফ
Image
দূষণে দেশে বছরে ২ লাখ ৭২ হাজার অকাল মৃত্যু
Image
নামাজ চলাকালীন বরিশালের মসজিদে এসি বিস্ফোরণ
Image
পাথর কোনোভাবেই ভাগ্য ফেরাতে পারে না, নিছক কুসংস্কার!