Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ১০:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অভিযানে গিয়ে শটগানে গুলি লোডের সময় পুলিশ সদস্য গুলিবিদ্ধ 
Monday February 5, 2024 , 11:17 pm
Print this E-mail this

দিনভর অভিযানে অবৈধ ২০টি পাইজাল, আটটি বেহুন্দি জাল ও ৫০টি চরঘেরা জাল জব্দ

বরিশালে অভিযানে গিয়ে শটগানে গুলি লোডের সময় পুলিশ সদস্য গুলিবিদ্ধ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মৎস্য বিভাগের সঙ্গে অভিযানে গিয়ে নিজের শটগানে গুলি ভর্তি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ কনস্টেবল। সোমবার (ফেব্রুয়ারি ৫) বেলা ১১টার দিকে উপজেলার চর শেফালীর নলচর খালের মুখে এ ঘটনা ঘটে। আহত মো: কায়সার আহমেদ মেহেন্দিগঞ্জ থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। বিকালে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: হেলালউদ্দিন। তিনি বলেন, ‌অবৈধ জাল দিয়ে নদীতে জাটকা শিকার বন্ধে মৎস্য বিভাগের সঙ্গে অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় কায়সার তার শটগানে গুলি লোড করতে ছিলেন। অসাবধানতাবশত গুলি কায়সারের বাঁ পায়ের বুট ভেদ করে গায়ে লাগে। তাকে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকায় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযানে অংশ নেওয়া মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামাল হোসেন বলেন, শটগানে গুলি লোড করতে গিয়ে অসাবধানতাবশত গুলিবিদ্ধ হন কনস্টেবল কায়সার। দ্রুত তাকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়া হয়েছে। বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গজালিয়া নদীতে অভিযান চালানো হয়েছে। অভিযানে র‌্যাব, কোস্টগার্ড ও পুলিশ সহায়তা করেছে। দিনভর অভিযানে অবৈধ ২০টি পাইজাল, আটটি বেহুন্দি জাল ও ৫০টি চরঘেরা জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস