Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ২৪, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অনিশ্চিত শিশুদের উন্নত চিকিৎসা সেবা! 
Sunday December 21, 2025 , 11:31 pm
Print this E-mail this

আট বছর পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি চিকিৎসাসেবা

বরিশালে অনিশ্চিত শিশুদের উন্নত চিকিৎসা সেবা!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতালের নির্মাণকাজ শেষ হয়ে আট বছর পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি চিকিৎসাসেবা। প্রয়োজনীয় জনবল নিয়োগ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালটি কার্যক্রম শুরু করতে না পারায় দক্ষিণাঞ্চলের শিশুদের উন্নত চিকিৎসা পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৭ সালে বরিশাল ও রাজশাহী বিভাগে একই নকশা ও মানে দুটি বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। রাজশাহীতে নির্মিত হাসপাতালটির অবকাঠামো শেষ করে ২০২৩ সালের ২৯ জানুয়ারি উদ্বোধন করা হলেও বরিশালের হাসপাতালটি এখনো চালু করা সম্ভব হয়নি। বরিশালে প্রায় ১৯ কোটি ৪৮ লাখ ৩৩ হাজার ৫১ টাকা ব্যয়ে ১০ তলা ভিত্তির ওপর প্রাথমিকভাবে চারতলা ভবনের নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি। গত বছর ভবনের নির্মাণ কাজ শেষ হলেও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম না থাকায় হাসপাতালটি চালু করা যায়নি। বর্তমানে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ রয়েছে, হাসপাতালটির অবকোঠামোর কাজ দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও সেই কাজ ৭ বছরের শেষের দিকে শেষ হয়! ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্বাধিকারী বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু প্রভাব খাঁটিয়ে তার ইচ্ছেমতো করেছেন নির্মাণ কাজ। ফলে অনিশ্চিত হয়ে পড়ছে শিশুদের উন্নত চিকিৎসা। এদিকে বরিশাল বিভাগে শিশুদের উন্নত চিকিৎসার একমাত্র ভরসা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) শিশু ওয়ার্ড। সেখানে মাত্র ৩৬টি শয্যা থাকলেও প্রতিদিন ধারণক্ষমতার চার থেকে পাঁচ গুণ বেশি রোগী ভর্তি থাকতে হয়। শীত মৌসুমে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও শ্বাসতন্ত্রজনিত রোগ বাড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সারা বছর বরিশাল বিভাগের ছয় জেলা ছাড়াও মাদারীপুর ও শরীয়তপুর জেলা থেকে শিশু রোগীরা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিতে আসে। ফলে শিশু ওয়ার্ডে তীব্র স্থানসংকট দেখা দিয়েছে। একই শয্যায় দু’জন শিশুকে থাকতে হচ্ছে, অনেক ক্ষেত্রে মেঝেতে শয্যা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। বহির্বিভাগেও প্রতিদিন রোগীর উপচে পড়া ভিড় দেখা যায়। শিশু হাসপাতালটি চালু না হওয়ায় ভোগান্তির কথা জানিয়েছেন সাধারণ সেবাপ্রত্যাশীরা। বরগুনা থেকে আসা শিশু রোগীর মা রেহানা বেগম বলেন, “আমার বাচ্চাকে নিউমোনিয়া নিয়ে ভর্তি করাতে হয়েছে। সিট না পেয়ে মেঝেতে থাকতে হচ্ছে। নতুন শিশু হাসপাতালটি চালু থাকলে এত কষ্ট হতো না।” পটুয়াখালী থেকে চিকিৎসা নিতে আসা মো: সেলিম হাওলাদার বলেন, “বরিশালের ওপর পুরো দক্ষিণাঞ্চলের চাপ। এত বড় হাসপাতাল তৈরি করে বছরের পর বছর ফেলে রাখা দুঃখজনক। দ্রুত এটি চালু না করলে সাধারণ মানুষের কষ্ট কমবে না।” বরিশাল নগরীর বাসিন্দা ও এক শিশু রোগীর স্বজন তাসলিমা আক্তার বলেন, “শেবাচিম হাসপাতালে একটি সিটে দুই/তিনজন শিশু থাকছে আর আট বছরেও শিশু হাসপাতাল চালু হচ্ছে না, শিশুদের স্বাস্থ্যের সঙ্গে এক ধরণের চরম অবহেলা করা হচ্ছে।” জানা গেছে, ভবন নির্মাণ শেষে চলতি বছরের শুরুতে শিশু হাসপাতালটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড হিসেবে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জনবল নিয়োগ না হওয়া এবং হাসপাতালটি মেডিকেল কলেজ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে হওয়ায় দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করছে কর্তৃপক্ষ।

বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, “২০০ শয্যার একটি শিশু হাসপাতাল পরিচালনার জন্য অন্তত ৩০০ জন জনবল প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত একজনও নিয়োগ দেওয়া হয়নি। প্রয়োজনীয় জনবল ছাড়া হাসপাতাল চালু করা সম্ভব নয়।” অন্যদিকে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: ফয়সাল আহমেদ বলেন, “বরিশাল শিশু হাসপাতাল নির্মাণে ইতোমধ্যে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হয়েছে। হাসপাতাল ভবনের সাবস্টেশন, জেনারেটর ও প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতিসহ অন্যান্য অবকাঠামো দ্রুত সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।” আট বছরেও একটি গুরুত্বপূর্ণ বিশেষায়িত শিশু হাসপাতাল চালু না হওয়ায় জনমনে ক্ষোভ ও হতাশা বাড়ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় ও দ্রুত কার্যকর উদ্যোগ ছাড়া দক্ষিণাঞ্চলের শিশুদের স্বাস্থ্যসেবা সংকট নিরসন সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট ও সচেতন মহল।




Archives
Image
বরিশাল শেবাচিমকে ‘সেন্টার অফ এক্সিলেন্স’-এ পরিণত করতে চাই : অধ্যক্ষ আনোয়ার হোসাইন বাবলু
Image
বরিশালে চোখ রাঙাচ্ছে ‘জলাতঙ্ক’, বন্ধ বিনামূল্যে ভ্যাকসিন কার্যক্রম!
Image
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : পিরোজপুরের কাউখালীতে আনন্দ মিছিল
Image
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : বরিশাল থেকে যাবে ৫ লক্ষাধিক নেতাকর্মী
Image
আমি নির্বাচন করবো : রুমিন ফারহানা