Current Bangladesh Time
শনিবার মে ৪, ২০২৪ ১২:৪৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রির অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা 
Wednesday March 11, 2020 , 9:11 pm
Print this E-mail this

করোনা ভাইরাসকে পুঁজি করে অধিক মূল্যে ২০/৩০ টাকার মাস্ক ১০০/১৫০ টাকায় বিক্রির অভিযোগ

বরিশালে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রির অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক : আজ ১১ মার্চ বুধবার ২০২০, দুপুর ১২ টার দিকে বরিশাল নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা কাঠপট্টি, জেলখানায় মোড়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে একাধিক ক্রেতা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি অভিযোগ করেন, করোনা ভাইরাসকে পুঁজি করে অধিক মূল্যে ২০/৩০ টাকার মাস্ক ১০০/১৫০ টাকায় বিক্রয় করছেন দোকানীরা।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযোগের ভিত্তিতে সত্যতা নিশ্চিত করে ভোক্তা অধিকার আইন ২০০৯’র ৪০ ধারায় নগরীর কাঠপট্টি এলাকার ১টি দোকানে ২০ হাজার টাকা, জেলখানায় মোড়ে ২টি দোকানে ৪৫ হাজার টাকা। মোট ৩টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা করার পাশাপাশি তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এহেনু অপরাধ পরিহার করার জন্য পরামর্শ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক প্রসিকিউটিং অফিসার মোহাম্মদ জাকির হোসেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে করে করোনা ভাইরাসকে পুঁজি করে অধিক মূল্যে মাস্কসহ অন্যান্য পণ্য বিক্রয় করতে না পারে।




Archives
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
Image
কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ