নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে পেপার বিক্রেতা বাদল আলফার আঘাতে দুর্ঘটনার স্বীকার-এই নিউজ পত্রিকাতে প্রকাশিত হবর পর পরই বরিশালের লাভ ফর ফ্রেন্ডস ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন পারভেজ সিকদার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান আহত বাদলকে দেখতে। এ সময়ে তার সাথে আরও উপস্হিত ছিলেন সক্রিয় সদস্য শাওন অরন্য, ফায়জুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস রুমা, অপুর্ব বাড়ৈ সহ অন্যান্য সদস্যবৃন্দ। বাদলের শাররীক অবস্হার সর্বশেষ পরিস্হিতির খোজঁ খবর নেন তারা। এ সময়ে তিনি জানান, দু’এক দিনের মধ্যেই অপারেশন করা জরুরী না হলে তিনি পংগুত্ব বরণ করতে পারেন। বর্তমানে তিনি তার অপারেশনের চেয়েও বেশী টেনশনে আছেন তার অনার্স পড়ুয়া মেয়ের ফরম ফিলাপের টাকার জন্য। তিনি সমাজের বিত্তবান ও নগরীর মেয়র মহোদয়ের আর্থিক সহোযোগীতা কামনা করেছেন। তিনি আরোও বলেন, আপনাদের সহোযোগীতায় আমি আবার সুঃস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই।