Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ৯, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের সাংবাদিকদের জন্য স্থায়ী আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে : বিএফইউজে’র সভাপতি 
Sunday March 3, 2024 , 4:10 pm
Print this E-mail this

সুশিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তি ছাড়া কেউ যাতে এ পেশায় প্রবেশ করতে না পারে : ওমর ফারুক

বরিশালের সাংবাদিকদের জন্য স্থায়ী আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে : বিএফইউজে’র সভাপতি


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বিএফইউজে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেছেন, বরিশালের সাংবাদিকদের জন্য স্থায়ী আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের ওয়াদা দিয়েছেন। এছাড়া দশম ওয়েজ বোর্ড ঘোষণায় আমলাতান্ত্রিক জটিলতায় ধীরগতি দেখা দিয়েছে। এ জটিলতা নিরসনে সরকারকে অবিলম্বে উদ্যোগ নিতে হবে। ব‌রিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে র‌বিবার (মার্চ ৩) দুপুরে বিএফইউজে ও বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) আয়োজিত বরিশাল বিভাগীয় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের জন্য দশম ওয়েজবোর্ড ঘোষণা, নবম ওয়েজবোর্ড অনুযায়ী ঘোষিত বেতনের বকেয়া পরিশোধ ও টেলিভিশন সাংবাদিকদের জন্য অভিন্ন বেতন কাঠামোর দাবিতে এ কর্মসূচি হয়েছে। বিএফইউজে সভাপতি ওমর ফারুক আরও বলেন, নবম ওয়েজ বোর্ড অনুযায়ী ঘোষিত বেতনের বকেয়া পরিশোধ করতে হবে। দেশের টেলিভিশনগুলোত কর্মরত সাংবাদিকদের জন্য সংবাদপত্রের মত অভিন্ন বেতন কাঠামো অবিলম্বে ঘোষণা এখন সময়ের দাবি। তাই সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে আজকে বরিশালে বিভাগীয় সমাবেশ করছি। এরপর দেশের সব সাংবাদিকদের নিয়ে রাজধানীতে বিক্ষোভ করবো। সেই বিক্ষোভের মাধ্যমে সাংবাদিকদের সব অধিকার নিশ্চিত করা হবে। বিএফইউজে সভাপতি ওমর ফারুক আরও বলেন, সাংবাদিক ইউনিয়ন অপসাংবাদিকতাকে প্রশ্রয় দেয় না। সুশিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তি ছাড়া কেউ যাতে এ পেশায় প্রবেশ করতে না পারে সেদিকে সব সাংবাদিক সংগঠনকে নজর রাখতে হবে। আমরা সব সময় দেশের জনসাধারণের কল্যাণে কাজ করি। তাই আমাদের ন্যায় অধিকার নিশ্চিত করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে চাই। এজন্য সব সাংবাদিকের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সংবাদ শ্রমিকদের অধিকার আদায় করে ছাড়বো। বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) সভাপতি মনিরুল আলম স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-বিএফইউজে’র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য শেখ জামাল। জেইউবি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তৃতা দেন-সাংবাদিক আবদুল মতিন, অরুপ তালুকদার, মুরাদ আহমেদ, এমএম আমজাদ হোসাইন, গোপাল সরকার, মাহাবুবুর রহমান সৈকত, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সুশান্ত ঘোষ, মুফতি সালাউদ্দিন প্রমুখ। এ বিক্ষোভ সমাবেশে বরিশাল বিভাগের ৬ জেলা থেকে সাংবাদিক ইউনিয়নের সদস্যরা অংশ নেন। বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী বাবুলের মৃত্যুতে সভার শুরুতে এক মিনিট নিরবতা পালন করেন সাংবাদিকরা। পরে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সভা শেষ হয়।




Archives
Image
সোহেল চৌধুরী হত্যা মামলা : আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের যাবজ্জীবন
Image
এবার পুলিশের দ্বারস্থ হলেন চিত্রনায়িকা বুবলী
Image
রাজধানীতে মিলল ‘পুনর্জন্ম’র প্রযোজক রুহানের ঝুলন্ত মরদেহ
Image
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ
Image
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বরিশাল সদরে ভোট সম্পন্ন