Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ১৯, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বাবুগঞ্জে ইমামের হাত বিচ্ছিন্ন করায় ছেলের শাস্তি চান হামলাকারীর মা 
Monday November 15, 2021 , 3:56 pm
Print this E-mail this

স্থানীয়দের ধারণা, বাবলু মাঝি চট্টগ্রামে থাকাকলীন কোন উগ্রসংগঠনের সাথে জড়িত ছিলেন

বরিশালের বাবুগঞ্জে ইমামের হাত বিচ্ছিন্ন করায় ছেলের শাস্তি চান হামলাকারীর মা


নুরে আলম, বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা : বরিশালের বাবুগঞ্জে মসজিদের ইমাম মাওলানা মোঃ ইয়াকুব আলীর বাম হাতের কব্জি ও ডান হাতের কয়েকটি আঙ্গুল বিচ্ছিন্ন করার অলোচিত ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বাবলু মাঝির (বাবু) গর্ভধারিণী মা ও বড় ভাই। বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর গ্রামের মৃত ফরিদ উদ্দিন মাঝির স্ত্রী রুনু বেগম সোমবার সাংবাদিকদের বলেন, আইনের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে আমার সন্তান যে অপরাধ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তিনি আরও বলেন, ইমাম ইয়াকুব আলী একজন সৎ ও ভালো মানুষ, আমরা তাকে সম্মান করি। সৃষ্টিকর্তার কাছে তার সুস্থতা কামনা করছি। পাশাপাশি আমার দোষী ছেলে বাবলুর আইনানুগভাবে সর্বোচ্চ শাস্তির দাবি করছি। বাবলুর বড় ভাই মিন্টু মাঝি বলেন, আমার ছোট ভাই দীর্ঘদিন চট্টগ্রামে থেকে একটি মাদ্রাসায় পড়াশোনা করেছে। করোনা কালীন সময় থেকে সে বাড়িতে অবস্থান করলেও কারো সাথে বেশি কথা বলতো না। একা একা থাকতে পছন্দ করতো। মাঝে মাঝে ঘরে বসে বই পুস্তক পড়তো। কারো কাছে কিছু বলতো না। মিন্টু আরও বলেন, একজন ইমামের হাত বিচ্ছিন্ন করা এটা স্বাভাবিক লোকের কাজ নয়। ভবিষ্যতে যেন এমন কোন কাজ কেউ করতে সাহস না পায়, সেজন্য আমার বাবলুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। স্থানীয়দের ধারণা, বাবলু মাঝি চট্টগ্রামে থাকাকলীন কোন উগ্রসংগঠনের সাথে জড়িত ছিলেন। এদিকে ইউনিয়নের ইসলামপুর বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইয়াকুব আলীর (৩৫) হাতের কব্জি বিচ্ছিন্ন প্রতিবাদে শনি ও রবিবার বিকেলে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নে প্রতিবাদ সভা করেছে সম্মিলিত ইমাম পরিষদ।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর রাতে ৮টার দিকে ইমাম ইয়াকুব আলীকে ধারালো রাম-দা দিয়ে কুপিয়ে তার বাম হাতের কব্জিসহ ডান হাতের কয়েকটি আঙ্গুল শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে বাবু মাঝি। ওই দিন রাতেই পুলিশ দোষী বাবু মাঝিকে গ্রেফতার করেন। ধারণা করা হয়ে মসজিদের চাবি না দেওয়ায় ও নামাজ পড়ানো হয় না বলে হামলাকারী বাবু তাকে চাপ প্রয়োগ করতো। পরে ওইদিন রাতেই হামলাকারী বাবু মাঝি ও ইমাম মাওলানা ইয়াকুব আলী কুশল বিনিময়ের কিছুক্ষণ পর পার হঠাৎ করেই দেশীয় অস্ত্র রাম-দা দিয়ে হত্যার চেষ্টা করে। এতে ইমাম ইয়াকুব আলী নিজেকে রক্ষা করতে মাথার উপর দুহাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার বা হাতের কব্জি ও ডান হাতের কয়েকটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়।




Archives
Image
অভিমান ভুলে একসঙ্গে পর্দায় ফিরছেন তাহসান-মিথিলা
Image
বোতলজাত সয়াবিনের লিটারে দাম বাড়ল ৪ টাকা
Image
শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে পারছেন না ফেরদৌস-মৌসুমী!
Image
একই পরিবারে নিহত ৬, হানিমুনে যাওয়া হলো না নবদম্পতির
Image
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ প্রধানমন্ত্রীর