Current Bangladesh Time
বুধবার মে ১৫, ২০২৪ ১০:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বানারীপাড়ায় সাহিত্য মেলা অনুষ্ঠিত 
Thursday July 27, 2023 , 6:39 pm
Print this E-mail this

২২জন কবি ও সাহিত্যিককে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান

বরিশালের বানারীপাড়ায় সাহিত্য মেলা অনুষ্ঠিত


রাহাদ সুমন, অতিথি প্রতিবেদক : বরিশালের বানারীপাড়ায় উপজেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক মন্ত্রনালয়ের সহযোগিতায় ও বানারীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে দিনভর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়। বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাহিত্য মেলায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান কাম উপ-পরিচালক ড. মো: আহছান উল্লাহ ও চাখার সরকারি ফজলুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোসাম্মৎ বদরুন্নাহার। বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি ও জাতীয় কবিতা পরিষদের উপজেলা শাখার উপদেষ্টা রাহাদ সুমনের প্রাণবন্ত সঞ্চালনায় বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। বানারীপাড়া নতুনমুখ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক এতে প্রবন্ধ পাঠ করে বানারীপাড়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন-সাংবাদিক এস. মিজানুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, জাতীয় কবিতা পরিষদের উপজেলা শাখার সভাপতি প্রভাষক মামুন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সানজিদা রিক্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রাবণের বর্ষণমুখর দিনভর বাহিরে রিমঝিম বৃষ্টি আর উপজেলা পরিষদ মিলনায়তনের ভিতরে অনুষ্ঠিত এ সাহিত্য মেলায় সাহিত্য আড্ডা, কর্মশালা, স্বরচিত কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সবাইকে মুগ্ধ করে। বানারীপাড়ার সাহিত্যপ্রেমীদের এ মিলন মেলায় ২২জন কবি ও সাহিত্যিককে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।




Archives
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু
Image
বরিশালে সিনথিয়ার দায়িত্ব নিলেন ইউএনও ফারিহা
Image
উপজেলা ভোটে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এমপি পঙ্কজ নাথের বিরুদ্ধে
Image
বরিশালে ধর্ষণের পর শিশুকে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার
Image
গুলিস্তানে কিনে ‘পাকিস্তানি কাপড়’ বলে বিক্রি করেন তনি!