Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ১৬, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের প্রায় অর্ধশত সংবাদকর্মীর স্বেচ্ছায় কারাবরণের আবেদন 
Thursday May 20, 2021 , 4:25 pm
Print this E-mail this

নিউজ এডিটরস কাউন্সিল বরিশালের উদ্যোগে সাংবাদিকরা কোতয়ালি মডেল থানায় এ আবেদন করেন

বরিশালের প্রায় অর্ধশত সংবাদকর্মীর স্বেচ্ছায় কারাবরণের আবেদন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সাংবাদিক রোজিনা ইসলামকে মিথ্যা মামলায় কারাবাস করানোর প্রতিবাদে স্বেচ্ছায় কারাবরণের আবেদন করেছেন বরিশালের সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের উদ্যোগে সাংবাদিকরা কোতয়ালি মডেল থানায় এ আবেদন করেন। এতে অন্য সংবাদকর্মীরাও অংশ নেন। সংগঠনটির সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান বলেন, অপরাধ না করে মিথ্যা মামলায় জেলহাজতে যেতে হয়েছে সাংবাদিক রোজিনা ইসলামকে। তাকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, আমরাও সেই ধরণের মামলার আসামি হয়ে স্বেচ্ছায় কারাবরণ করতে চাই। আমাদের সঙ্গে সংগঠনের সদস্যসহ অন্য প্রায় অর্ধশত সংবাদকর্মী একাত্মতা প্রকাশ করে স্বেচ্ছায় কারাবরণের আবেদন করেছেন। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম জানান, সাংবাদিকরা আমার কাছে স্বেচ্ছায় কারাবরণের আবেদন করেছেন। তবে কারো বিরুদ্ধে অভিযোগ বা মামলা না থাকলে কারাবরণ করা সম্ভব নয় বলে জানান তিনি।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু